Read Time:1 Minute, 34 Second

প্রবাসীদের পাসপোর্টের মেয়াদ ১ বছর বাড়ানোর জন্য কোনো ফি লাগবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার (১০ মার্চ) নিজ দপ্তরে তিনি এই তথ‌্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আজ একটি বৈঠক হয়েছে। বৈঠকে আমরা প্রস্তাব দিয়েছি, প্রবাসীদের পাসপোর্টের একবছর মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে কোনো ফি না নিতে। এ প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে চিঠি দেবো।’

শাহরিয়ার আলম বলেন, ‘প্রবাসে ১ বছর পাসপোর্টের মেয়াদ বাড়াতে ২৫ ডলার ফি নেওয়া হয়। এই ফি লাগবে না।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সৌদি আরবে টিকা নেওয়ার জন্য তাওয়াক্কাল অ্যাপে আবেদন করতে হয়। আমাদের প্রবাসীদের মধ‌্যে যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে, তারা টিকা নিতে পারছিলেন না। ১ বছর মেয়াদ বাড়ালে তারা নিতে পারবেন।’ বিষয়টি নিয়ে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলাপ হয়েছে বলেও তিনি জানান।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post করোনায় বহুমাত্রিক সংকটে অনিশ্চিত প্রবাসীদের ভবিষ্যৎ
Next post ঘরে বসেই হাইকমিশনের সেবা পাবেন মালয়েশিয়া প্রবাসীরা
Close