Read Time:1 Minute, 51 Second

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘ইতিহাসের সত্যকে ধামাচাপা দিয়ে রাখা যায় না। আজ ইতিহাসের সত্য উৎঘাটন হয়েছে যে, স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের এক ক্ষুদ্র জায়গায় জিয়াউর রহমানের অবস্থান।’

সোমবার ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্র টাঙ্গাইল’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গনি।

টাঙ্গাইলে বধ্যভূমি সংলগ্ন মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, ‘যারা রাজনৈতিক উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে ও অত্যন্ত সুপরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে- তারা বাংলাদেশের চেতনাকে নষ্ট করতে চায়, বাংলাদেশকে হত্যা করতে চায়।’
তিনি বলেন, ‘যারা পাকিস্তানের উচ্ছিষ্টভোগী, দোসর ও তাঁবেদার- যারা পাকিস্তানের ধারায় ধর্মকে ব্যবহার করে দেশকে ও দেশের মানুষকে শোষণ করতে চায়, তারাই মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে। তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ১৪ বছরের কিশোরকে ‘ধর্ষণ’ করে অন্তঃসত্ত্বা মার্কিন তরুণী
Next post বিনা পয়সার টিকা তো বিএনপির সবাই নিয়েছে: প্রধানমন্ত্রী
Close