Read Time:2 Minute, 33 Second

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামেক সিটি পাবলিক লাইব্রেরির একটি অংশে যুক্ত হলো বর্ণমালা বাংলা কর্নার।
গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভার্চুয়াল অনুষ্ঠানে এটির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হ্যামট্রামেক সিটির মেয়র ক্যারণ মাজেস্কি।

মাজেস্কি বলেন, বাংলাদেশসহ গোটাবিশ্ব তাদের নিজেদের ভাষা দিবস পালন করেছে। পাশাপাশি মিশিগান রাজ্যের হ্যামট্রামেক সিটিতেও পালিত হয়। বাংলা ভাষায় কথা বলে এমন অনেক মানুষ এখানে বাস করছেন। আমি তাদেরকে স্বাগত জানাই।’

বিশেষ অতিথি হ্যামট্রামেক পাবলিক লাইব্রেরির পরিচালক তামারা সোচাকা বলেন, ‘এই পাবলিক লাইব্রেরিটি প্রতিষ্ঠিত হয়েছে অভিবাসীদের জন্য। আমাদের এখানে বেশিরভাগ বই হচ্ছে ইংলিশ তবে অন্যান্য ভাষার। অনেক বাংলা বই আমাদের এই লাইব্রেরিতে দান করার জন্য আমি ও আমার লাইব্রেরি বোর্ড এর পক্ষ থেকে ডাক্তার দেবাশিষ মৃধা ও চিনু মৃধাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

বর্ণমালা বাংলা কর্নার এর উদ্যোক্তা ডাক্তার দেবাশিষ মৃধা ও চিনু মৃধা বলেন, ‘এই পাবলিক লাইব্রেরিতে বাংলা বইয়ের সংযোজন করতে পেরে আমরা খুবই আনন্দিত। লাইব্রেরিতে বাংলা বইয়ের সংযোজনের সুযোগ করে দেওয়ার জন্য সিটি মেয়র, লাইব্রেরি পরিচালকসহ দুই সিটি কাউন্সিলম্যানের প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। আমরা মনে করি, প্রবাসে এটা আমাদের বাংলা ভাষার মানুষের জন্য ইতিহাস হয়ে থাকবে। আগামীতে বাংলা সংস্কৃতির যাবতীয় অডিও, ভিডিও ক্লিপসহ অন্যান্য আনুষঙ্গিক বই দেওয়া হবে বলে তারা জানান।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post বেইজিংয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
Next post জিয়ার অবদানকে কেউ খাটো করতে পারবে না: ফখরুল
Close