যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে রাজি। ২০১৫ সালে ইরানের সঙ্গে করা ছয় জাতির পরমাণু চুক্তি পুনর্বহালের জন্য ইউরোপীয় ইউনিয়ন যে প্রস্তাব দিয়েছে, তা মেনে যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের বৈঠকের আমন্ত্রণ পেলে তা গ্রহণ করবে যুক্তরাষ্ট্র। এসময় দেশটি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কূটনৈতিক উপায় বের করতে তেহরানের সঙ্গে আলোচনা করবে।
ksrm
তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ২০১৫ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়া) এবং জার্মানির সঙ্গে একটি চুক্তিতে একমত হয় ইরান। এই ছয় দেশের সঙ্গে ইরানের পরমাণু চুক্তি হয়।
ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি মহাসচিব এনরিক মোরা বলেছেন, ‘অনানুষ্ঠিক’ আলোচনার জন্য বিভিন্ন পার্টিকে আমন্ত্রণ জানাতে প্রস্তুত রয়েছেন তিনি। মোরার এমন মন্তব্যের কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্র এ ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করলো।
এক টুইট বার্তায় মোরা লিখেছেন, এই চুক্তি একটি গুরুতর মুহূর্তের মুখে রয়েছে। যুক্তরাষ্ট্র এবং সব অংশগ্রহণকারীর মধ্যে নিবিড় আলোচনা প্রয়োজন। উপায় খুঁজে বের করতে একটি অনানুষ্ঠানিক আলোচনার জন্য তাদের আমন্ত্রণ জানাতে আমি প্রস্তুত রয়েছি।
তবে ইরান এই বৈঠকের ব্যাপারে রাজি হবে কিনা সেটা এখনও স্পষ্ট নয়। কারণ ইরান শুরু থেকে বলে আসছে, আগে তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা সরাতে হবে, তবেই পরমাণু চুক্তি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তেহরান।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
