Read Time:1 Minute, 46 Second

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রায় এক-তৃতীয়াংশ সদস্য করোনাভাইরাসের টিকা নিতে অস্বীকৃতি জানিয়েছেন। সামরিক বাহিনীর সদস্যদের একটি বড় অংশের টিকা না নিতে চাওয়ার বিষয়টি স্থানীয় সময় বুধবার মার্কিন কংগ্রেসের শুনানিতে প্রকাশ করা করেন মেজর জেনারেল জেফ টালিয়াফারো।

পেন্টাগন সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রতিরক্ষা দপ্তর এখনো কোভিড-১৯-এর টিকা নেওয়াকে ঐচ্ছিক হিসেবে শ্রেণিভূক্ত করে রেখেছে। কেননা, এখন পর্যন্ত কেন্দ্রীয় ঔষধ প্রশাসনের কাছ থেকে টিকা প্রয়োগের পূর্ণাঙ্গ অনুমোদন পায়নি তারা। এমন পরিস্থিতিতে আক্রান্তের সংখ্যা বাড়া সত্ত্বেও অনেক সেনা সদস্য টিকা নিতে আগ্রহ দেখাচ্ছেন না।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, ‘আমাদের কিছু সীমাবদ্ধতা ও আইনি বাধা থাকার কারণে সেনাদের এবং তাদের পরিবারের সদস্যদের টিকা নেওয়া বাধ্যতামূলক করা সম্ভব নয়।’

জন কিরবি জানান, এ পর্যন্ত ৯ লাখ ১৬ হাজার ৫০০ এর বেশি সামরিক সদস্যকে করোনার টিকা দেওয়া হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post হারিছ-আনিস যথাযথ নিয়মে মুক্তি পেয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী
Next post যুক্তরাষ্ট্রে করোনায় মৃত ৫ লাখ ছাড়াল
Close