Read Time:1 Minute, 56 Second

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান জড়িত বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা বলেছি জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত। খুনি হিসেবে আমরা তার খেতাব বাতিলের সুপারিশ বলেছি।
তিনি বলেন, তার দলের পক্ষ থেকে বলা হচ্ছে, তিনি খুনের সঙ্গে জড়িত না। আমরা বলেছি, তার কী সম্পৃক্ততা আছে সেটার দালিলিক প্রমাণ ও তথ্যাদিসহ আমরা জাতির কাছে উপস্থাপন করব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জড়িত থাকার প্রমাণ রয়েছে বলে দাবি করেন মন্ত্রী।
খেতাব বাতিলের সিদ্ধান্ত সম্পর্কে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, খেতাব বাতিলের জন্য প্রস্তাব করেছি। আমরা তো প্রস্তাবের মালিক।

উল্লেখ্য, গত ৯ই ফেব্রুয়ারি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সভায় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সুপারিশ করা হয়। একইসঙ্গে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে চার দণ্ডপ্রাপ্ত খুনিরও মুক্তিযোদ্ধার খেতাব বাতিলেরও সুপারিশ করা হয় ওই সভায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post বাংলাদেশিসহ ২৫০০০ অভিবাসী যুক্তরাষ্ট্রে আশ্রয় পাচ্ছেন
Next post জিয়ার খেতাব বাতিলের উদ্যোগে নিউইয়র্ক মহানগর বিএনপির নিন্দা
Close