Read Time:2 Minute, 39 Second

লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে নিবন্ধন করা ৪৩২ জনকে বিমানের টিকিট দিয়েছে বাংলাদেশ দূতাবাস।

রোববার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুরে ক্লাসিকো স্টেডিয়ামে তাদের টিকিট দেওয়া হয়। সোমবার (১৫ ফেব্রুয়ারি) তাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে দেশে পাঠানো হবে।

টিকিট দেওয়ার সময় উপস্থিত ছিলেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান পিএসসি, দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আব্দুল্লাহ আম মামুন, তৃতীয় সচিব আব্দুল্লাহ আল শাফিসহ দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তারা।

দূতাবাসের প্রথম সচিব আব্দুল্লাহ আল মামুন বলেন, দূতাবাসের পক্ষ থেকে সিরিয়াল নম্বরসহ প্রথম ব্যাচে দেশে ফেরার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করি। ১৩ ফেব্রুয়ারি ৪৩২ জন করোনা টেস্ট জমা দিয়ে ফ্লাইট নিশ্চিত করেন। আজ শুধুমাত্র যারা করোনা টেস্ট নেগেটিভ দূতাবাসে নিশ্চিত করেছেন, তাদের টিকিট দেওয়া হলো। এটা প্রথম ব্যাচের ফ্লাইট। আগামী ১৮ ফেব্রুয়ারি আরেকটি ফ্লাইট রয়েছে। পর্যায়ক্রমে অল্প সময়ের মধ্যে নিবন্ধনকৃত সবাইকে দেশে পাঠানো হবে।

প্রবাসীরা জানান, দীর্ঘ দেড় বছর ধরে লেবাননে ডলার সংকট। যে কারণে সমস্যা হচ্ছে। ৪০০ ডলার দিয়ে দেশে ফিরতে হচ্ছে।

উল্লেখ্য, গত ২৫ থেকে ২৮ ডিসেম্বর স্বেচ্ছায় দেশে ফিরতে শুধুমাত্র বিমান টিকিট জমা দিয়ে সাড়ে তিন হাজারের অধিক বৈধ কাগজপত্র বিহীন প্রবাসী দূতাবাসে নাম নিবন্ধন করেন।

গত জানুয়ারির শেষের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট শুরু হওয়ার কথা থাকলেও লেবাননের দীর্ঘ লকডাউনের ফলে বিলম্ব হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post জিয়ার খেতাব বাতিলের উদ্যোগে নিউইয়র্ক মহানগর বিএনপির নিন্দা
Next post মুখ খুললেন ট্রাম্প
Close