Read Time:3 Minute, 14 Second

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সব সংগঠনে পচা ইঁদুর ঢুকে পড়েছে। যারা টাকার বিনিময়ে, ক্ষমতার প্রভাবে দলে ঢুকে পড়েছে।’

নিক্সন চৌধুরী বলেন, ‘এখন থেকে কোনো এমপি-মন্ত্রীর কথায় যুবলীগের পদে আসার সুযোগ নেই। যুবলীগের কমিটিতে আসতে হলে ভেতরে মুজিব আদর্শ ধারণ করতে হবে। যুবলীগ হবে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, কোনো মুক্তিযুদ্ধবিরোধী গোষ্ঠীর স্থান এই যুবলীগে হবে না।’

বৃহস্পতিবার বিকেলে সদরপুর উপজেলার কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নিক্সন চৌধুরী এসব কথা বলেন।

কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আক্তারুজ্জামান তিতাসের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি, তাঁর কনিষ্ঠ ছেলে শাহদাব আকবর চৌধুরী লাবু, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামীম হক, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, কেন্দ্রীয় যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক মো. শাহাদাৎ হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

আজ ষড়যন্ত্র হচ্ছে, আমার নেত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে- এমনটা উল্লেখ করে নিক্সন চৌধুরী বলেন, ‘এই ষড়যন্ত্র রুখতে হলে সর্বপ্রথম লাগবে সংগঠন। সেই সংগঠন যদি মুজিব আদর্শের হয়, সেই সংগঠনে যদি জামাত-বিএনপির কুচক্র না ঢুকতে পারে তাহলেই বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন হবে। সেই সংগঠন আমার নেত্রীকে শক্তি দেবে। সেই সংগঠন এই বাংলাদেশের মানুষের জন্য রক্ত দিবে, বঙ্গবন্ধুর আদর্শের বাস্তবায়ন করতে।’

নিক্সন চৌধুরী আরও বলেন, ‘আমি স্পষ্ট বলেছি, এখন থেকে যুবলীগের যেসব কমিটি হবে, মুক্তিযুদ্ধের পরিবারের সন্তান সবার আগে সেখানে জায়গা পাবে। আর আওয়ামী লীগ পরিবারের সন্তান ও ছাত্রজীবনে ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে। শেখ হাসিনার জন্য অবশ্যই বুকের রক্ত দিয়ে কাজ করতে প্রস্তুত থাকতে হবে।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ট্রাম্পের অভিশংসন: ক্যাপিটল হিলে হামলা ঘিরে তুমুল বিতর্ক
Next post রিজভী-সোহেল-টুকুসহ বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা
Close