বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সব সংগঠনে পচা ইঁদুর ঢুকে পড়েছে। যারা টাকার বিনিময়ে, ক্ষমতার প্রভাবে দলে ঢুকে পড়েছে।’
নিক্সন চৌধুরী বলেন, ‘এখন থেকে কোনো এমপি-মন্ত্রীর কথায় যুবলীগের পদে আসার সুযোগ নেই। যুবলীগের কমিটিতে আসতে হলে ভেতরে মুজিব আদর্শ ধারণ করতে হবে। যুবলীগ হবে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, কোনো মুক্তিযুদ্ধবিরোধী গোষ্ঠীর স্থান এই যুবলীগে হবে না।’
বৃহস্পতিবার বিকেলে সদরপুর উপজেলার কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নিক্সন চৌধুরী এসব কথা বলেন।
কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আক্তারুজ্জামান তিতাসের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি, তাঁর কনিষ্ঠ ছেলে শাহদাব আকবর চৌধুরী লাবু, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামীম হক, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, কেন্দ্রীয় যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক মো. শাহাদাৎ হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
আজ ষড়যন্ত্র হচ্ছে, আমার নেত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে- এমনটা উল্লেখ করে নিক্সন চৌধুরী বলেন, ‘এই ষড়যন্ত্র রুখতে হলে সর্বপ্রথম লাগবে সংগঠন। সেই সংগঠন যদি মুজিব আদর্শের হয়, সেই সংগঠনে যদি জামাত-বিএনপির কুচক্র না ঢুকতে পারে তাহলেই বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন হবে। সেই সংগঠন আমার নেত্রীকে শক্তি দেবে। সেই সংগঠন এই বাংলাদেশের মানুষের জন্য রক্ত দিবে, বঙ্গবন্ধুর আদর্শের বাস্তবায়ন করতে।’
নিক্সন চৌধুরী আরও বলেন, ‘আমি স্পষ্ট বলেছি, এখন থেকে যুবলীগের যেসব কমিটি হবে, মুক্তিযুদ্ধের পরিবারের সন্তান সবার আগে সেখানে জায়গা পাবে। আর আওয়ামী লীগ পরিবারের সন্তান ও ছাত্রজীবনে ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে। শেখ হাসিনার জন্য অবশ্যই বুকের রক্ত দিয়ে কাজ করতে প্রস্তুত থাকতে হবে।’
More Stories
শাহজাহান ওমরের হুংকার, ‘আমি আবারও এমপি-মন্ত্রী হব’
গ্রেপ্তারের পর ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমর হুংকার দিয়ে বলেছেন, আমি একজন মুক্তিযোদ্ধা, এসব মামলা আমার...
মুহাম্মদ ইউনূসকে যেতে দেবেন না, ধরে রাখুন : শফিক রেহমান
অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে কাজ করতে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান। তিনি বলেন, “তাকে...
বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে : ড. ইউনূস
ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ যেসব হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং ক্ষমতার অপব্যবহার করেছে সেগুলোর বিচার শেষে দলটিকে নির্বাচন করতে দেওয়া হবে বলে...
সেনাকুঞ্জে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া
ছয় বছর পর প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে দেখা গেল হাস্যাজ্জ্বল খালেদা জিয়াকে। সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পাশের আসনে...
শেখ হাসিনাকে ফেরানোর নির্দেশনা নিয়ে যা জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান বলেছেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে দুই দেশের বৈঠকে আলোচনার সুযোগ...
খালেদা জিয়ার সঙ্গে দেখা করে কথা বললেন উপদেষ্টা মাহফুজ-আসিফ-নাহিদ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে কথা বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ...