Read Time:3 Minute, 47 Second

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে শি জিনপিংয়ের সঙ্গে প্রথমবার কথা বলার সময় মানবাধিকার লঙ্ঘনের ইস্যু আলোচনায় এনেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। খবর রয়টার্সের।

লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থাটির খবরে বলা হয়, চীনের স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ও যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় দুই দেশের নেতার মধ্যে ফোনালাপ হয়। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশের শীর্ষ পর্যায়ের ফোনালাপকে তাৎপর্যপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, ইন্দো-প্যাসিফিক, মানবাধিকার লঙ্ঘনসহ একাধিক বিষয়ে কথা হয়েছে দু’জনের মধ্যে। ফোনে জিনপিংকে চীনা নববর্ষের শুভেচ্ছা জানালেও নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন বাইডেন। অর্থনীতিকে হাতিয়ার করে বেজিংয়ের পদক্ষেপ ও জিনজিয়াং প্রদেশে মানবাধিকার লঙ্ঘন নিয়ে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু তাই নয়, জিনপিং-বাইডেন আলোচনায় ইন্দো-প্যাসিফিক অঞ্চল থেকে শুরু করে হংকং ও তাইওয়ান সংক্রান্ত প্রসঙ্গও উঠে আসে।

চীনে ইস্যুতে ভারতের পাশে দাঁড়িয়েছে বাইডেন প্রশাসন। এ প্রসঙ্গে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস প্রতিবেশীদের বেইজিং ভয় দেখাচ্ছে বলে জানিয়েছিলেন। পরিস্থিতির দিকে আমেরিকা কড়া নজর রাখছে বলেও জানান তিনি।

অন্যদিকে, বেইজিং বৃহত্তর বিশ্বের কল্যাণে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছে। চীন দুই দেশের সম্পর্ক উন্নয়নে বাইডেন প্রশাসনের প্রতি বরাবরের মতো আহ্বান জানিয়েছে। চীনা চন্দ্রবর্ষের আগে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের আহ্বানকে একটি শুভ ইচ্ছা হিসেবে দেখা হচ্ছে।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি বলেছে, দ্বিপক্ষীয় সম্পর্ক ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক-আঞ্চলিক বিষয় নিয়ে দুই নেতা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সংঘাত হলে, তা উভয় দেশের জন্য একটা বিপর্যয় হবে বলে বাইডেনকে সতর্ক করেছেন শি জিনপিং। এছাড়া করোনা মহামারি মোকাবেলা, বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তার চ্যালেঞ্জ, জলবায়ু পরিবর্তন, অস্ত্রের বিস্তার রোধের মতো বিষয় নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post রিজভী-সোহেল-টুকুসহ বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা
Next post জিয়ার খেতাব বাতিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
Close