Read Time:2 Minute, 37 Second

প্রবাসীদের জন্য কাজ করার প্রতিশ্রুতি নিয়ে আগামী এক বছরের জন্য বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালয়েশিয়া শাখার পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়েছে। সম্প্রতি জাহিদ হাসানকে সভাপতি ও শরিফ আহমেদকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের মালয়েশিয়া শাখার এ কমিটির নাম ঘোষণা করা হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জার্মান প্রবাসী কবির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মালয়েশিয়ায় কমিটি অনুমোদনের এ তথ্য জানানো হয়। প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় যাত্রা শুরু করা সম্পূর্ণ অরাজনৈতিক এ সংগঠন মালয়েশিয়ায় অসহায় ও নানাভাবে হয়রানির শিকার প্রবাসীদের পাশে দাঁড়াতে চায় বলে মন্তব্য করেছেন নবগঠিত কমিটির সভাপতি সাতক্ষীরার মাধবকাঠির সন্তান জাহিদ হাসান।

তিনি বলেন, ‘এখানে আমাদের সবার পরিচয় আমরা প্রবাসী। কেউ বিপদে পড়লে আমরা সাধ্যমতো পাশে দাঁড়াতে চাই। মূলত এ লক্ষ্যেই আমাদের এ সংগঠনের যাত্রা।’ খুব শিগগিরই মালয়েশিয়ার সব প্রদেশে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন, দপ্তর সম্পাদক হিসেবে আছেন জুয়েল উদ্দীন খান। এছাড়া গুরুত্বপূর্ণ সহ-সভাপতি হিসেবে আছেন মো. সালাউদ্দীন, আমির হোসেন, তিতুমির তিতু, মো. জুনায়েদ ও তোফাজ্জেল হোসেন। যুগ্ন-সাধারণ সম্পাদক হিসেবে আছেন শামীম পারভেজ, এইচ এম হাসান, মাইনুল ইসলাম জীহাদ, জহিরুল ইসলাম ও আহমেদ ওয়াসীম দেওয়ান। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন এস আই কাজল, মোহাম্মদ আলী, ফিরোজ হোসেন, মোহাম্মদ হোসাইন, ইমরান খাকি এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে আছেন এমদাদ চৌধুরী ও মমিনুল ইসলাম।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
Next post নিউইয়র্কে বিপাশা হায়াতের চিত্র প্রদর্শনী
Close