Read Time:2 Minute, 22 Second

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট প্রবাসী মুহাম্মদ চৌধুরী। তার ছেলে রাফায়েত চৌধুরীর (২২) দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। একমাত্র ছেলের জীবন বাঁচাতে পিতার আর্তনাদে সাড়া দিয়ে পাশে দাঁড়িয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। কিন্তু কিডনি সংগ্রহ করতে ব্যর্থ হয়েছেন।

মুহাম্মদ চৌধুরীর দেশের বাড়ি চট্টগ্রাম বিভাগের সাতকানিয়া জেলায়। কানেকটিকাটের বৃহত্তর নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নিপুন বলেন, ‘কানেকটিকাটের হার্টফোর্ড শহরের বাসিন্দা মুহাম্মদ চৌধুরীর ছেলে রাফায়েত দীর্ঘদিন যাবৎ জটিল কিডনি রোগে আক্রান্ত ছিলেন। গত দুইমাস আগে চিকিৎসকরা জানিয়েছেন তার দুটি কিডনিই অচল হয়ে গেছে। তাকে প্রতিদিন ৮ ঘণ্টা করে বাসায় কিডনি ডায়ালাইসিস করতে হচ্ছে। এ খবরটি জানার পর স্থানীয়ভাবে কানেকটিকাটের প্রবাসীদের কাছে বিভিন্ন মাধ্যমে সাহায্য চেয়েছি কিন্তু কোনোভাবেই এখনো একটা কিডনি সংগ্রহ করতে পারি নাই।’

এদিকে, করোনা মহামারিতে মা-বাবার পক্ষে ছেলের চিকিৎসার ব্যয় বহন করাও সম্ভব হচ্ছে না। এতদিন চিকিৎসার খরচ চালাতে সর্বস্ব শেষ হয়ে গেছে। তাই তিনি ছেলের জীবন বাঁচাতে দেশ ও বিদেশের সহৃদয়বান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য চেয়েছেন।

কিডনিদাতার রক্তের গ্রুপ ‘বি’ অথবা ‘ও’ হতে হবে। যোগাযোগ: হার্টফোর্ড হাসপাতাল (দা সেন্টার ফর লিভিং অর্গান ডোনেশন) অথবা যে কোনো সাহায্য পাঠাতে যোগাযোগ করুন: মুহাম্মদ চৌধুরী +১ ৩৮৬-৩৬৬-১০৭৪/৪৭৫-৯৮৮-৬৯২৬।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post অ্যাক্টরস গিল্ড থেকে ট্রাম্পের পদত্যাগ
Next post বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ওমানের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
Close