Read Time:1 Minute, 41 Second

করোনার বিস্তার ও নতুন স্ট্রেইন ঠেকাতে বিদেশী নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কুয়েত সরকার। আগামী ৭ই জানুয়ারি থেকে দুই সপ্তাহের জন্য বিদেশী নাগরিকদের প্রবেশে এ নিষেধাজ্ঞা জারি করে দেশটি। কুয়েতি মন্ত্রিসভার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, তবে কুয়েতি নাগরিকদের প্রথম-স্তরের আত্মীয়-স্বজন যেমন অভিভাবক ও সন্তান এবং তাদের গৃহকর্মীরা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে না। তবে যারাই প্রবেশ করবে, তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে। এ ছাড়া রাত ৮টার মধ্যে ব্যায়ামাগার, সেলুন ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ফার্মেসি, সুপার মার্কেট ও অন্যান্য খাবারের দোকান এর আওতায় থাকবে না। কারো যদি জাল করোনা সনদ প্রমাণিত হয় তাহলে ফিরতি ফ্লাইটে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে, একইসঙ্গে তাকে ৫০০ কুয়েতি দিনার জরিমানা গুনতে হবে। কুয়েতে বুধবার আরও ৭৫৬ জনের করোনা শনাক্ত করা হয়েছে।
জাতীয় ছুটির দিন গুলোতে যেকোন ধরনের গণজামায়েত, সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post অ্যামাজনের সিইও পদ ছাড়ছেন জেফ বেজোস
Next post সু চির মুক্তি চাইলেও অভ্যুত্থানের নিন্দা জানায়নি নিরাপত্তা পরিষদ
Close