বাইরের শত্রুর আক্রমণ নয়, অভ্যন্তরীণ হামলার আশংকায় যুক্তরাষ্ট্রজুড়ে সতর্কতা জারি করেছে। বুধবার দেশজুড়ে সতকর্তা জারির বুলেটিন প্রকাশ করে দেশটির ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। বুলেটিনে বলা হয়, আগামী সপ্তাহজুড়ে যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০২০ নির্বাচনে পরাজিত হলেও তিনি বা তার সমর্থকদের একটি বড় অংশ সে ফলাফল মেনে নেননি। গত ৬ জানুয়ারি ট্রাম্পের উগ্র সমর্থকরা মার্কিন পার্লামেন্ট ভবনে হামলা চালায়। এই ঘটনার পর বাইডেনের শপথ ঘিরে দেশজুড়ে কড়াকড়ি আরোপ করা হয়।
প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর দেশের মানুষকে এক হওয়ার আবেদন জানালেও অভিবাসন বিরোধী উগ্রবাদী শ্বেতাঙ্গরা এখনো তাকে প্রেসিডেন্ট হিসেবেই মেনে নিতে নারাজ।
এমতাবস্থায় বাইডেন প্রশাসন, ফেডারেল ও অঙ্গরাজ্যের বিভিন্ন স্থাপনা এবং পুলিশকে লক্ষবস্তু করে এরা সংগঠিত হামলা চালাতে পারে বলে আশংকা করা হচ্ছে।
ঠিক কী ধরনের ঘটনা ঘটতে পারে? স্পষ্ট করেনি নিরাপত্তা বাহিনী। বলা হয়েছে, নির্বাচনের পর থেকে বেশ কিছু চরমপন্থি গোষ্ঠী হামলার পরিকল্পনা করছে। ক্যাপিটলের ঘটনায়ও তাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে। বস্তুত, ক্যাপিটলের ঘটনার পরেই দেশ জুড়ে নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়। সম্ভবত সেই কারণেই শপথগ্রহণ অনুষ্ঠানের দিন তারা বড় কোনো অঘটন ঘটাতে পারেনি বলে মনে করা হচ্ছে। কিন্তু এখনো তারা নানা ধরনের পরিকল্পনা করছে বলে গোয়েন্দাদের কাছে খবর আছে। তবে নির্দিষ্ট কোনো গোষ্ঠীর নাম নিরাপত্তাবাহিনী জানাতে রাজি হয়নি।
হোমল্যান্ড সিকিওরিটির কর্মকর্তারা জানান, ৫০টি রাজ্যেই পুলিশকে সতর্ক করা হয়েছে। চরমপন্থি একাধিক গোষ্ঠীর কার্যকলাপে নজরদারি চালানোর নির্দেশ জারি জারি হয়েছে। সামাজিক মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে।
More Stories
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।...
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
