বাইরের শত্রুর আক্রমণ নয়, অভ্যন্তরীণ হামলার আশংকায় যুক্তরাষ্ট্রজুড়ে সতর্কতা জারি করেছে। বুধবার দেশজুড়ে সতকর্তা জারির বুলেটিন প্রকাশ করে দেশটির ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। বুলেটিনে বলা হয়, আগামী সপ্তাহজুড়ে যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০২০ নির্বাচনে পরাজিত হলেও তিনি বা তার সমর্থকদের একটি বড় অংশ সে ফলাফল মেনে নেননি। গত ৬ জানুয়ারি ট্রাম্পের উগ্র সমর্থকরা মার্কিন পার্লামেন্ট ভবনে হামলা চালায়। এই ঘটনার পর বাইডেনের শপথ ঘিরে দেশজুড়ে কড়াকড়ি আরোপ করা হয়।
প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর দেশের মানুষকে এক হওয়ার আবেদন জানালেও অভিবাসন বিরোধী উগ্রবাদী শ্বেতাঙ্গরা এখনো তাকে প্রেসিডেন্ট হিসেবেই মেনে নিতে নারাজ।
এমতাবস্থায় বাইডেন প্রশাসন, ফেডারেল ও অঙ্গরাজ্যের বিভিন্ন স্থাপনা এবং পুলিশকে লক্ষবস্তু করে এরা সংগঠিত হামলা চালাতে পারে বলে আশংকা করা হচ্ছে।
ঠিক কী ধরনের ঘটনা ঘটতে পারে? স্পষ্ট করেনি নিরাপত্তা বাহিনী। বলা হয়েছে, নির্বাচনের পর থেকে বেশ কিছু চরমপন্থি গোষ্ঠী হামলার পরিকল্পনা করছে। ক্যাপিটলের ঘটনায়ও তাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে। বস্তুত, ক্যাপিটলের ঘটনার পরেই দেশ জুড়ে নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়। সম্ভবত সেই কারণেই শপথগ্রহণ অনুষ্ঠানের দিন তারা বড় কোনো অঘটন ঘটাতে পারেনি বলে মনে করা হচ্ছে। কিন্তু এখনো তারা নানা ধরনের পরিকল্পনা করছে বলে গোয়েন্দাদের কাছে খবর আছে। তবে নির্দিষ্ট কোনো গোষ্ঠীর নাম নিরাপত্তাবাহিনী জানাতে রাজি হয়নি।
হোমল্যান্ড সিকিওরিটির কর্মকর্তারা জানান, ৫০টি রাজ্যেই পুলিশকে সতর্ক করা হয়েছে। চরমপন্থি একাধিক গোষ্ঠীর কার্যকলাপে নজরদারি চালানোর নির্দেশ জারি জারি হয়েছে। সামাজিক মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে।
More Stories
বাণিজ্য যুদ্ধ শেষ করতে চীনের সঙ্গে চুক্তি করতে চান ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চীনের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধ শেষ করতে চুক্তি করতে আগ্রহী। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এমন...
বন্ধুত্ব টেকেনি মোদির, ভারতের ওপর শতভাগ শুল্ক আরোপ করছেন ট্রাম্প
বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে থাকেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তাঁর বন্ধু। ভারতের ক্ষমতাসীন দল বিজেপিনেতা মোদি, তাঁর নেতাকর্মী...
ট্রাম্প-নীতির তীব্র নিন্দা জানিয়ে যা বললেন হিলারি
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ‘বোকামিপূর্ণ ক্ষমতা’ প্রদর্শন নীতির কঠোর সমালোচনা করেছেন। সম্প্রতি দ্য নিউ ইয়র্ক...
৩০০ শিক্ষার্থীর ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদে অংশ নেওয়ায় প্রায় তিন শতাধিক বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭...
‘রমজান মুবারক’, যতদিন প্রেসিডেন্ট আছি আপনাদের পাশে থাকব: ট্রাম্প
সারা বিশ্বের মুসলমানদের রমজানের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রমজানের পবিত্রতা ও গুরুত্বকে স্বীকৃতি জানিয়ে হোয়াইট হাউসে বৃহস্পতিবার (২৭...
ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর বিরুদ্ধে নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন সংস্থার
ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) ওপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম...