Read Time:1 Minute, 27 Second

লন্ডনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন জয়নাল আবেদিন চৌধুরী (৫৯) নামে আরও এক বাংলাদেশি। তার গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামে।

দীর্ঘ এক মাস চিকিৎসাধীন থেকে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জয়নাল আবেদিন লন্ডন বেথনাল গ্রীন টেকনিক্যাল কলেজে শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। স্ব-পরিবারে লন্ডন পাড়ি জমান ১৯৯২ সালে।

তার চাচাতো ভাই বদরুল আলম চৌধুরী শিপু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তিনি দেশে থাকাকালীন সময়ে জৈন্তা কলেজের অধ্যাপক ছিলেন। পরে লন্ডনে গিয়েও বেথনাল গ্রীন টেকনিক্যাল কলেজের শিক্ষক নিযুক্ত হন। প্রায় এক মাস পূর্বে কোভিড-১৯ পজেটিভ হয়। এরপর থেকে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী ভাইয়ের জানাজা ও দাফন লন্ডনেই হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post মালয়েশিয়ায় পুলিশকে ঘুষ দেওয়ার চেষ্টা, দুই বাংলাদেশি গ্রেফতার
Next post ‘ট্রাম্প তুমি সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট, তুমি পতিত নেতা, মস্কোতে ফিরে যাও’
Close