যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে মঙ্গলবার (৫ জানুয়ারি) দুই সিনেট আসনের রানঅফ নির্বাচনের ভোট গ্রহণ শেষে গণনা চলছে। দু’টি আসনেই ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই।
মঙ্গলবার সকাল ৭টা থেকে শুরু হওয়া বিরতিহীনভাবে রানঅফ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয় সন্ধ্যা ৭টায়। এদিন স্থানীয় সময় রাত ১০টা পর্যন্ত রিপাবলিকান দলের প্রার্থী সিনেটর ডেভিড পারডু ও সিনেটর কেলি লোফলার এগিয়ে রয়েছেন বলে সিএনএন- এর খবরে জানা গেছে।
রিপাবলিকান সিনেটর ডেভিড পারডু, টেলিভিশনের প্রামাণ্য চিত্র প্রযোজক ডেমোক্র্যাট জন ওসফের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন আর অন্যদিকে এ দেশের অন্যতম ধনী রিপাবলিকান সিনেটর কেলি লোফলারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ব্যাপটিস্ট চার্চের যাজক ডেমোক্র্যাট রেভারেন্ড রাফায়েল ওয়ার্নকের। নির্বাচনের আগের দিনের জরিপে দেখা গেছে যে দু’জন ডেমোক্র্যাট প্রার্থী কিছুটা এগিয়ে আছেন।
গত নভেম্বরের নির্বাচনে এই চারজন প্রার্থীর কেউই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এই রানঅফ নির্বাচনের প্রয়োজন দেখা দেয়।
এখন পর্যন্ত ১০০ আসন বিশিষ্ট সিনেটে রিপবলিকানদের ৫০টি এবং ডেমোক্র্যাটদের ৪৮টি আসন রয়েছে। রিপাবলিকানরা একটি সিনেট আসন পেলে তারা সিনেটে সংখ্যগরিষ্ঠতা পেয়ে যাবে এবং আগামী ২০ জানুয়ারি বাইডেন দায়িত্ব গ্রহণের পর তার প্রস্তাবের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়াতে পারবে। অন্যদিকে যদি ডেমোক্র্যটরা দুটি আসনেই জয়লাভ করেন তাহলে ৫০-৫০ সমান আসন থাকবে উভয় দলের এবং সে ক্ষেত্রে নব নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস যিনি সিনেটে সভাপতিত্ব করবেন তিনি তার ভোট দিয়ে বাইডেনের প্রস্তাবকে বৈধতা দিতে পারবেন।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
