Read Time:2 Minute, 43 Second

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে মঙ্গলবার (৫ জানুয়ারি) দুই সিনেট আসনের রানঅফ নির্বাচনের ভোট গ্রহণ শেষে গণনা চলছে। দু’টি আসনেই ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই।

মঙ্গলবার সকাল ৭টা থেকে শুরু হওয়া বিরতিহীনভাবে রানঅফ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয় সন্ধ্যা ৭টায়। এদিন স্থানীয় সময় রাত ১০টা পর্যন্ত রিপাবলিকান দলের প্রার্থী সিনেটর ডেভিড পারডু ও সিনেটর কেলি লোফলার এগিয়ে রয়েছেন বলে সিএনএন- এর খবরে জানা গেছে।

রিপাবলিকান সিনেটর ডেভিড পারডু, টেলিভিশনের প্রামাণ্য চিত্র প্রযোজক ডেমোক্র্যাট জন ওসফের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন আর অন্যদিকে এ দেশের অন্যতম ধনী রিপাবলিকান সিনেটর কেলি লোফলারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ব্যাপটিস্ট চার্চের যাজক ডেমোক্র্যাট রেভারেন্ড রাফায়েল ওয়ার্নকের। নির্বাচনের আগের দিনের জরিপে দেখা গেছে যে দু’জন ডেমোক্র্যাট প্রার্থী কিছুটা এগিয়ে আছেন।

গত নভেম্বরের নির্বাচনে এই চারজন প্রার্থীর কেউই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এই রানঅফ নির্বাচনের প্রয়োজন দেখা দেয়।

এখন পর্যন্ত ১০০ আসন বিশিষ্ট সিনেটে রিপবলিকানদের ৫০টি এবং ডেমোক্র্যাটদের ৪৮টি আসন রয়েছে। রিপাবলিকানরা একটি সিনেট আসন পেলে তারা সিনেটে সংখ্যগরিষ্ঠতা পেয়ে যাবে এবং আগামী ২০ জানুয়ারি বাইডেন দায়িত্ব গ্রহণের পর তার প্রস্তাবের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়াতে পারবে। অন্যদিকে যদি ডেমোক্র্যটরা দুটি আসনেই জয়লাভ করেন তাহলে ৫০-৫০ সমান আসন থাকবে উভয় দলের এবং সে ক্ষেত্রে নব নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস যিনি সিনেটে সভাপতিত্ব করবেন তিনি তার ভোট দিয়ে বাইডেনের প্রস্তাবকে বৈধতা দিতে পারবেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post সৌদি প্রবাসীর স্ত্রীকে গলাকেটে হত্যা
Next post নিউ ইয়র্কে করোনায় আরও এক বাংলাদেশির মৃত্যু
Close