যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তারের অনুরোধ জানিয়ে ইন্টারপোলকে চিঠি দিয়েছে ইরান। দেশটি বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইলি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। এদিকে জর্জিয়ার নির্বাচনী কর্মকর্তাকে ফল পাল্টে দেওয়ার কথা বলায় ট্রাম্পের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এফবিআইকে চিঠি দিয়েছেন দেশটির দু’জন আইনপ্রণেতা। খবর এএফপি ও আলজাজিরার।
ইসমাইলি সাংবাদিকদের বলেন, গত বছর ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানি হত্যায় ভূমিকা রাখার দায়ে ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের ৪৭ কর্মকর্তাকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলকে চিঠি দিয়ে অনুরোধ জানানো হয়েছে। যারা এ জঘন্য অপরাধের আদেশ দিয়েছে এবং সোলাইমানিকে হত্যা করেছে, তাদের শাস্তি দেওয়ার বিষয়টি ইরান অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে।
বাগদাদে ২০২০ সালের ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চলিয়ে ইরানের রেভলিউশনারি ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে। ট্রাম্পের নির্দেশে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। জাতিসংঘের বিশেষ প্রতিনিধি অ্যাগনেস ক্যালমার্ড এ হত্যাকাণ্ডকে বিচারবহির্ভূত ও আন্তর্জাতিক আইনবিরোধী বলে অভিহিত করেছিলেন। ট্রাম্প ও পেন্টাগনের ৪৭ কর্মকর্তাকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলকে এটি ইরানের দ্বিতীয় চিঠি। এর আগে ২৬ জুন ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ইরান। একই সঙ্গে ট্রাম্পকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের সাহায্যও চায়। তবে ফ্রান্সভিত্তিক ইন্টারপোল ইরানের অনুরোধ প্রত্যাখ্যান করে জানায়, সাংবিধানিকভাবে কোনো দেশের রাজনৈতিক, সামরিক, ধর্মীয় বা বর্ণগত কোনো বিষয়ে হস্তক্ষেপে বিধিনিষেধ রয়েছে। ইরানের সঙ্গে পরমাণু চুক্তি প্রত্যাহার করার পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।
এদিকে জর্জিয়ার নির্বাচনী কর্মকর্তাকে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার কথা বলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইনি ঝামেলায় পড়তে পারেন। ইতোমধ্যে ট্রাম্পের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এফবিআইকে চিঠি দিয়েছেন দেশটির দু’জন আইনপ্রণেতা।
কংগ্রেসের দু’জন ডেমোক্র্যাট সদস্য টেড লিউ ও ক্যাথলিন রাইস গত সোমবার এফবিআই পরিচালক ক্রিস ওরেই বরাবর চিঠি দিয়ে ট্রাম্পের বিরুদ্ধে অপরাধমূলক তদন্ত শুরু করার আহ্বান জানান। দেশটির ইতিহাসে এমন বিচারের কোনো নজির নেই। প্রেসিডেন্ট ফেডারেল অপরাধ থেকে নিজেকে ক্ষমা করার ব্যবস্থা নিতে পারেন। যদিও কোনো অঙ্গরাজ্য আইনে তার অপরাধের দায় থেকে মুক্তি নেওয়ার সুযোগ প্রেসিডেন্টের নেই।
জর্জিয়ায় দুই সিনেট পদের নির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে দুই আসনে ৩০ লাখ আগাম ভোট পড়েছে। দেশটির ইতিহাসে যা প্রথম। নির্বাচনের আগে গত সোমবার কংগ্রেসে ক্ষমতার ভারসাম্য নির্ধারণের জন্য জনসমর্থন আদায়ে জর্জিয়ায় সমাবেশ করেছেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। জর্জিয়ায় সিনেট নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে রাফেল ওয়ার্নক ও জোন অসফের বিরুদ্ধে লড়ছেন রিপাবলিকান সিনেটর কেলি লোফলার ও ডেভিড পেরডু। কংগ্রেসের উভয় কক্ষেরই নিয়ন্ত্রণ পেতে দুই ডেমোক্র্যাটেরই জয় চান বাইডেন। ট্রাম্পের ইচ্ছা, সিনেটে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের প্রার্থীরা জয়ী হয়ে যেন বাইডেনের কর্মসূচিগুলো আটকাতে পারেন।
আইনি লড়াইয়ে চূড়ান্ত ব্যর্থতা সত্ত্বেও ট্রাম্প ও তার কয়েকজন সমর্থক এখনও নির্বাচনের ফল বাতিলের চেষ্টা করছেন। জর্জিয়ায় সমাবেশের বেশিরভাগ সময়ই তিনি রাজ্যটির রিপাবলিকান সমর্থকপুষ্ট ডাল্টন এলাকায় ছিলেন। এ থেকে তিনি ক্ষমতায় থাকার লড়াই চালিয়ে যাবেন বলে আভাস পাওয়া যাচ্ছে।
More Stories
ওষুধ ও প্রযুক্তিপণ্যে শুল্ক আরোপের ইঙ্গিত ট্রাম্পের, উদ্বেগ বিশ্ববাজারে
জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে যুক্তরাষ্ট্র সরকার ওষুধ ও আধুনিক প্রযুক্তিপণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের উদ্যোগ নিয়েছে। এতে বিশ্ব অর্থনীতিতে...
স্মার্টফোনে নতুন শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প
চীনে তৈরি স্মার্টফোন ও অন্যান্য ইলেকট্রনিকস পণ্য শুল্ক থেকে অব্যাহতি পাবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি...
বাণিজ্য যুদ্ধ শেষ করতে চীনের সঙ্গে চুক্তি করতে চান ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চীনের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধ শেষ করতে চুক্তি করতে আগ্রহী। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এমন...
বন্ধুত্ব টেকেনি মোদির, ভারতের ওপর শতভাগ শুল্ক আরোপ করছেন ট্রাম্প
বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে থাকেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তাঁর বন্ধু। ভারতের ক্ষমতাসীন দল বিজেপিনেতা মোদি, তাঁর নেতাকর্মী...
ট্রাম্প-নীতির তীব্র নিন্দা জানিয়ে যা বললেন হিলারি
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ‘বোকামিপূর্ণ ক্ষমতা’ প্রদর্শন নীতির কঠোর সমালোচনা করেছেন। সম্প্রতি দ্য নিউ ইয়র্ক...
৩০০ শিক্ষার্থীর ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদে অংশ নেওয়ায় প্রায় তিন শতাধিক বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭...