Read Time:1 Minute, 43 Second

যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে ১ লাখ মানুষ করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার প্রথম ডোজ নিচ্ছেন। ১৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া টিকা কর্মসূচিতে গত ১০ দিনে ১০ লাখের বেশি মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন।

এই ঘটনা দেশটির ইতিহাসে বৃহত্তম টিকাদান কর্মসূচির এক মাইলফলক। তবে এই সময়ের মধ্যে যে গতিতে মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য ছিল, সেটি পূরণ হয়নি বলে স্বীকার করেছেন সরকারি কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রে ফাইজার-বায়োএনটেকের টিকার অনুমোদন দেওয়া হয় ১০ ডিসেম্বর। কয়েকদিন পর অনুমোদিত হয় মডার্নার ভ্যাকসিন।

মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক রবার্ট রেডফিল্ড বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে গত ১৪ ডিসেম্বর এ দেশের ইতিহাসের সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এ পর্যন্ত ১০ লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। এটি একটি ঐতিহাসিক মাইলফলক। তবে আমরা স্বীকার করছি, আমাদের সামনের পথ চ্যালেঞ্জের।’

রেডফিন্ড আরও বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ টিকার সরবরাহ সীমিত। আসছে সপ্তাহ ও মাসগুলোয় এ সরবরাহ বাড়বে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post যুক্তরাজ্যফেরত ১৬৫ যাত্রী হোম কোয়ারেন্টাইনে
Next post যুক্তরাষ্ট্রে বিনা চিকিৎসায় করোনা আক্রান্ত কৃষ্ণাঙ্গ চিকিৎসকের মৃত্যু
Close