সাম্প্রতিক সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিজেপি নেতৃত্ব বাঙালি সংস্কৃতিতে ‘বহিরাগত’ তকমা ঝেড়ে ফেলতে চাইছে এমনই মত রাজনৈতিক বিশ্লেষকদের৷
কিন্তু এরই মধ্যে দলকে অস্বস্তিতে ফেলে দিয়েছেন সুব্রমনিয়ম স্বামী৷ তিনি বলেছেন, জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ বদলে ফেলা হোক৷ তার বদলে আজাদ হিন্দ বাহিনীর সঙ্গীতকে গ্রহণ করার প্রস্তাব দিয়েছেন তিনি৷ খবর ডয়চে ভেলের।
কিন্তু এই গান নিয়ে ঠিক কোথায় আপত্তি স্বামীর? প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে বিজেপি নেতা বলেছেন, ‘‘জাতীয় সঙ্গীতে ব্যবহৃত সিন্ধু শব্দটির কোনো প্রাসঙ্গিকতা নেই৷ এছাড়া এই গানে এমন কয়েকটি শব্দ আছে যা আজকের পরিপ্রেক্ষিতে যার কোনো অর্থ নেই৷ গানটি কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, সেটাও স্পষ্ট নয়৷”
এর পরিবর্তে স্বামী ১৯৪৩ সালে নেতাজির আজাদ হিন্দ ফৌজের গাওয়া ‘শুভ সুখ চ্যায়েন’ গানটি জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করার অনুরোধ করেছেন৷ স্বামীর পাঠানো চিঠির প্রাপ্তি স্বীকার করেছেন প্রধানমন্ত্রী৷ এরপরই শুরু হয়েছে বিতর্ক৷ তাহলে কী প্রধানমন্ত্রী সত্যিই এই প্রস্তাব বিবেচনা করছেন?
আর এই বিষয়টি নিয়ে রাজনীতির মাঠে তৃণমূল কংগ্রেস৷ তারা প্রচার করছে, বিজেপির কাছে যে বাঙালি ভাবাবেগের কোনো মূল্য নেই, তা এই প্রস্তাব থেকেই প্রমাণিত৷ এর বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে ভারতের সমতা বিষয়ক কমিশনার ক্রিস্টিন রোজে-ম্যোরিং জাতীয় সঙ্গীতে আরও বেশি লিঙ্গ সমতা আনার প্রস্তাব করেছেন৷ তিনি গানের যে অংশে ‘ফাটারলান্ড’ অর্থাৎ ‘পিতৃভূমি’ বলা হচ্ছে, সেখানে ‘হাইমাট’ অর্থাৎ ‘জন্মভূমি’ লেখার প্রস্তাব দিয়েছেন৷ তবে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলসহ অনেকে মনে করছেন, জাতীয় সঙ্গীতে পরিবর্তন আনার প্রয়োজন নেই।
এদিকে স্বামীর প্রস্তাবের সঙ্গে সঙ্ঘ পরিবারের মূল আদর্শকে জুড়ে দেখছেন মননকুমার মণ্ডল৷ তিনি বলেন, ‘‘যারা জনগণমন পরিবর্তনের দাবি তুলছেন, তারা ভারতীয় বহুত্ববাদের বিরোধী৷ জাতীয় সঙ্গীতে বিবিধের মাঝে মিলনের যে ঐতিহ্য প্রতিফলিত হয়েছে, আদর্শগতভাবে তার বিরোধী। রবীন্দ্রনাথ উগ্র জাতীয়তাবাদের বিরোধিতা করেছিলেন। সেই ভাবনা মুছে দিতে চাইছে রাজনীতিকদের একটা অংশ।’’
More Stories
বাংলাদেশিদের বের করে দেওয়ার হুঁশিয়ারি বিজেপি সভাপতির
ভারতের ঝাড়খণ্ড থেকে অবৈধ বাংলাদেশিদের বের করে দেওয়ার হুঁশিয়ারিদিয়েছেন দেশটির ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি জেপি নাড্ডা। গতকাল শনিবার ঝাড়খণ্ডের পালামৌতে...
শেখ হাসিনা বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী : ভারত সরকারের মুখপাত্র
ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করে। বৃহস্পতিবার (৭...
আবারো বাংলাদেশিদের নিয়ে বিস্ফোরক মন্তব্য মোদির
ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে বাংলাদেশি অনুপ্রবেশের বিষয়টি রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং বিরোধী দলগুলির মধ্যে...
শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যা বললো ভারত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন, না কি অন্য দেশে চলে গেছেন, তা নিয়ে কিছুদিন ধরেই জল্পনা চলছে। বাংলাদেশের...
ভারতে মহানবীকে নিয়ে কটূক্তিকারী পুরোহিত ‘আটক’
মহানবী হযরত মোহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম)-কে নিয়ে কটূক্তি করায় ভারতে ইয়াতি নরসিংহানন্দ নামের এক হিন্দু পুরোহিতকে আটক করা হয়েছে। ইন্ডিয়ান...
মোদির ভাষণে বাংলাদেশি অনুপ্রবেশকারী প্রসঙ্গ, উঠছে ‘অজস্র’ প্রশ্ন
ভারতের ঝাড়খণ্ড রাজ্যে নির্বাচনের আগে বারবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়টি সামনে নিয়ে আসছে বিজেপি। বুধবার (২ অক্টোবর) স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও...