স্থানীয়দের উচ্চারণের সমস্যার কারণে তুরস্কের রাজধানী আঙ্কারার ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ সড়কটির নামে কাটছাঁট করে শুধু ‘বঙ্গবন্ধু’ রেখেছে স্থানীয় প্রশাসন।
দ্য আঙ্কারা মেট্রোপলিটন মিউনিসিপ্যালটি বৃহস্পতিবার লিখিত বিবৃতিতে জানিয়েছে, বঙ্গবন্ধুর পুরো নাম তুর্কিদের উচ্চারণ করতে এবং লিখতে সমস্যা হয়। অনেকে বিষয়টি নগর প্রশাসনকে অবগত করেছেন।
বাংলাদেশের জাতির জনকের নামের শেষ দুটি অংশ তুরস্কের ভাষায় উচ্চারণ এবং লেখার সময় কিছুটা পাল্টে যায়। এই অংশটিই কারো কারো উচ্চারণ করতে কষ্ট হয়।
তুরস্কের দৈনিক পত্রিকা ডেইলি সাবাহ তাদের অনলাইন সংস্করণে জানিয়েছে, বৃহস্পতিবার নগরকর্মীরা কানকায়া জেলার রাস্তাটিতে নতুন নাম ‘বঙ্গবন্ধু’ লেখা একটি সাইনবোর্ড স্থাপন করেন।
আঙ্কারার সাবেক মেয়র মেলিহ গোকসেক ১৯৯৭ সালে বঙ্গবন্ধুর স্মরণে রাস্তাটির নামকরণ করেন।
গোকসেক সেবছর ১ এপ্রিল বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রদূত মাহবুব আলমকে সঙ্গে নিয়ে দু’দেশের পারস্পরিক সম্পর্কের ‘সেতু-বন্ধনে’ সড়কটি উদ্বোধন করেন।
একই সময় তুরস্কের ইজমিরে বাংলাদেশের আরেক রাষ্ট্রদূত ও ইজমির মেট্রোপলিটন সিটি করপোরেশন মেয়রের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আরও একটি সড়কের নামকরণ করা হয়
বছর দুই আগে তুরস্কের ইস্তানবুল ভিত্তিক আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল টিআরটি ওয়ার্ল্ড কয়েকটি সড়কের নামের ‘কঠিন উচ্চারণ’ প্রসঙ্গে একটি প্রামাণ্যচিত্র সম্প্রচার করে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয়দের মধ্যে বিষয়টি বেশ আলোচনার জন্ম দেয়।
ওই সময় স্থানীয় চাইইওলু অধিবাসীদের পক্ষে উমিত মাহাল্লে (মুহতার) প্রধান আয়সে চালিসকান একটি আবেদন দাখিল করেন।
এরপর আঙ্কারা মেট্রোপলিটন সিটি কাউন্সিল একটি কমিশন গঠন করে। কমিশন তখন নাম পরিবর্তনের আবেদন ‘অগ্রহণযোগ্য বা অনুপযুক্ত’ বলে খারিজ করে দেয়।
কমিশন এখনো তাদের আগের অবস্থানে অটল। কর্মকর্তারা বলেছেন, নাম পুরোপুরি পাল্টানো যাবে না; বরং কিছুটা সংক্ষিপ্ত করা হবে।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
