লস এন্জেলেসের নর্থ হলিউডের অধিবাসী, বাংলাদেশের চট্টগ্রামের পতেংগার সন্তান আব্দুল আঊয়াল রাজু (৪৮) গত ৬ ডিসেম্বর রোববার সকাল সাড়ে ৯টায় নিজ বাসায় হার্ট এ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যেু বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুর পর দাফনের অনুমতি নিয়ে জঠিলতা সৃষ্টি হলে তার বন্ধু বান্ধব ও কমিঊনিটি নেতৃবৃন্দের সহযোগিতায় বাংলাদেশ থেকে অনুমতি পত্র এনে মৃত্যেুর প্রায় ৯ দিন পর মনরোভিয়া সিমেট্রি-এর মুসলিম কবরস্হানে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় কমিউনিটির নেতৃবৃন্দ ছাড়াও তার বন্ধু-বান্ধব উপস্হিত ছিলেন।
মরহুম আব্দুল আউয়াল রাজু গত ৬ ডিসেম্বর বরাবরের মত কাজে যান। এরপর অসুস্হ বোধ করলে নিজেই গাড়ী চালিয়ে বাসায় ফিরে আসেন। এর পরেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে তার রুম মেট জরুরী সেবা নাম্বারে ফোন করলে প্যারামেডিকেল টীম আসে। পরে তাকে হাসপাতালে নেওয়ার পূর্বেই মৃত্যেুর কোলে ঢলে পড়েন।
মরহুম আব্দুল আউয়াল রাজু নিজের ভাগ্য পরিবর্তনের আশায় প্রায় দেড় যুগ পূর্বে যুক্তরাষ্ট্রে আগমন করেন এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু সেই বিয়ে বেশী দিন টেকেনি। মৃত্যেুর সময় ১৫ বছর বয়সী একটি মেয়ে থাকলেও ভাগ্যের নির্মম পরিহাস পিতার শেষ মুহুর্তের চেহারাটাও মেয়ের পক্ষে দেখা সম্ভব হয়নি।
মরহুম আব্দুল আউয়াল রাজুর পরিকল্পনা ছিল আগামী জানুয়ারীতে তিনি দেশে যাবেন। সেই সঙ্গে আবারও বিয়ের পিড়িতে বসার সকল আয়োজন সম্পন্নও হয়েছিল। দু’বছর ধরে একটি মেয়ের সঙ্গে সম্পর্কের প্রস্তুতি ছিল। মরহুম রাজু বেশ কিছুদিন থেকে অতিরিক্ত কাজ করছিলেন। কারণ বিয়ে করতে দেশে যাবেন। কিন্তু তার সেই পরিকল্পনা চির দিনের জন্য অতৃপ্তই রয়ে গেল।
রাজুর মৃত্যেুতে শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করে শোকবার্তা প্রদান করেন মুনা ওয়েষ্ট জোন প্রেসিডেন্ট আনিসুর রহমান, সেক্রেটারী আশরাফ হোসাইন আকবর, ভ্যালী চেপ্টার প্রেসিডেন্ট আব্দুল মুকিত আজাদ, সেক্রেটারী হাবিবুর রহমান।
উল্লেখ্য, মরহুম আব্দুল আউয়াল রাজুর চাকুরী দাতা প্রতিষ্ঠান মডার্ন পার্কিং ইনক (এমপিআই) কতৃপক্ষ তার দাফন সংক্রান্ত কাজে সার্বিক সহযোগিতা প্রদান করেন। লস এন্জেলেস বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে মডার্ন পার্কিং (এমপিআই) কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
