Read Time:3 Minute, 43 Second

লস এন্জেলেসের নর্থ হলিউডের অধিবাসী, বাংলাদেশের চট্টগ্রামের পতেংগার সন্তান আব্দুল আঊয়াল রাজু (৪৮) গত ৬ ডিসেম্বর রোববার সকাল সাড়ে ৯টায় নিজ বাসায় হার্ট এ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যেু বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুর পর দাফনের অনুমতি নিয়ে জঠিলতা সৃষ্টি হলে তার বন্ধু বান্ধব ও কমিঊনিটি নেতৃবৃন্দের সহযোগিতায় বাংলাদেশ থেকে অনুমতি পত্র এনে মৃত্যেুর প্রায় ৯ দিন পর মনরোভিয়া সিমেট্রি-এর মুসলিম কবরস্হানে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় কমিউনিটির নেতৃবৃন্দ ছাড়াও তার বন্ধু-বান্ধব উপস্হিত ছিলেন।

মরহুম আব্দুল আউয়াল রাজু গত ৬ ডিসেম্বর বরাবরের মত কাজে যান। এরপর অসুস্হ বোধ করলে নিজেই গাড়ী চালিয়ে বাসায় ফিরে আসেন। এর পরেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে তার রুম মেট জরুরী সেবা নাম্বারে ফোন করলে প্যারামেডিকেল টীম আসে। পরে তাকে হাসপাতালে নেওয়ার পূর্বেই মৃত্যেুর কোলে ঢলে পড়েন।

মরহুম আব্দুল আউয়াল রাজু নিজের ভাগ্য পরিবর্তনের আশায় প্রায় দেড় যুগ পূর্বে যুক্তরাষ্ট্রে আগমন করেন এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু সেই বিয়ে বেশী দিন টেকেনি। মৃত্যেুর সময় ১৫ বছর বয়সী একটি মেয়ে থাকলেও ভাগ্যের নির্মম পরিহাস পিতার শেষ মুহুর্তের চেহারাটাও মেয়ের পক্ষে দেখা সম্ভব হয়নি।

মরহুম আব্দুল আউয়াল রাজুর পরিকল্পনা ছিল আগামী জানুয়ারীতে তিনি দেশে যাবেন। সেই সঙ্গে আবারও বিয়ের পিড়িতে বসার সকল আয়োজন সম্পন্নও হয়েছিল। দু’বছর ধরে একটি মেয়ের সঙ্গে সম্পর্কের প্রস্তুতি ছিল। মরহুম রাজু বেশ কিছুদিন থেকে অতিরিক্ত কাজ করছিলেন। কারণ বিয়ে করতে দেশে যাবেন। কিন্তু তার সেই পরিকল্পনা চির দিনের জন্য অতৃপ্তই রয়ে গেল।

রাজুর মৃত্যেুতে শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করে শোকবার্তা প্রদান করেন মুনা ওয়েষ্ট জোন প্রেসিডেন্ট আনিসুর রহমান, সেক্রেটারী আশরাফ হোসাইন আকবর, ভ্যালী চেপ্টার প্রেসিডেন্ট আব্দুল মুকিত আজাদ, সেক্রেটারী হাবিবুর রহমান।

উল্লেখ্য, মরহুম আব্দুল আউয়াল রাজুর চাকুরী দাতা প্রতিষ্ঠান মডার্ন পার্কিং ইনক (এমপিআই) কতৃপক্ষ তার দাফন সংক্রান্ত কাজে সার্বিক সহযোগিতা প্রদান করেন। লস এন্জেলেস বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে মডার্ন পার্কিং (এমপিআই) কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post চাঁদ থেকে নমুনা নিয়ে ফিরেছে চীনের চন্দ্রযান
Next post ১৬ বার বাংলা চ্যানেল পাড়ি দিলেন লিপটন
Close