করোনা প্রতিরোধে আরও একটি টিকা জরুরি ভিত্তিতে অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ শুরুর একদিন পর এ ঘোষণা দিল দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্নার টিকার ৯৪ শতাংশ কার্যকারিতা প্রমাণ পেয়েছে এফডিএ।
এ টিকা নিরাপদ বলে মঙ্গলবার সংস্থাটি জানায়। এর মধ্য দিয়ে মার্কিন নাগরিকদের ওপর টিকাটির প্রয়োগ উন্মুক্ত হলো।
এ ঘোষণার এক দিন আগে যুক্তরাষ্ট্রজুড়ে ফাইজারের টিকার প্রয়োগ শুরু হয়। মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের সঙ্গে জার্মান জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেক যৌথভাবে ওই টিকাটি উদ্ভাবন করেছে।
বিশ্বজুড়ে এটিই সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি। শুক্রবার এফডিএ টিকাটির অনুমোদন দেয় এফডিএ।
মডার্নার টিকার বিষয়ে এফডিএ ৫৪ পৃষ্ঠার একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংস্থাটি। এতে বলা হয়, টিকাটিতে বিশেষ কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। মারাত্মক ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।
এফডিএ আরও বলে, টিকাটির কার্যকারিতা ৩০ হাজার মানুষের ওপর পরীক্ষা করে দেখা হয়েছে। সেখানে ৯৪ দশমিক ১ শতাংশ কার্যকারিতার তথ্য পাওয়া গেছে।
এই সপ্তাহের আরও পরের দিকে অনুমোদন দেয়া হলে ২৪ ঘণ্টার মধ্যেই টিকাটি সারা দেশে পাঠানো শুরু হবে। মডার্না জানায়, অনুমোদন পেলে ‘ব্যাপক পরিমাণে’ টিকা তৈরি করা হবে।
২০১০ সালে প্রতিষ্ঠিত ম্যাসাচুসেটসভিত্তিক জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান মডার্নার এ প্রথম কোনো পণ্য এফডিএ কর্তৃক অনুমোদন পেতে যাচ্ছে।
টিকা আবিষ্কারের মধ্য দিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসে প্রতিষ্ঠানটি। এর মধ্যে দিয়ে এ বছর এখন পর্যন্ত মডার্নার শেয়ার প্রায় ৭০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
More Stories
বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে কাজ করবে ভারতীয় আমেরিকানরা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালাবে ভারতীয় আমেরিকানরা। বাংলাদেশের বিরুদ্ধে পদক্ষেপ নিতে...
দায়িত্ব নেয়ার পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। শুক্রবার...
হোয়াইট হাউসে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প
চার বছর পর যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক নাটকীয় প্রত্যাবর্তনে ডোনাল্ড ট্রাম্প আবারও প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প...
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ট্রাম্প ২১০, কমলা ১১৩
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা চলছে। ইতিমধ্যে কয়েকটি অঙ্গরাজ্যে কে জয় পেতে যাচ্ছেন, এমন পূর্বাভাসও আসছে বিভিন্ন গণমাধ্যমের খবরে। অ্যাসোসিয়েটেড...
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ফ্লোরিডায় ট্রাম্প এবং ম্যাসাচুসেটসে জয়ী কমালা হ্যারিস
ফ্লোরিডায় ট্রাম্প এবং ম্যাসাচুসেটসে জয়ী কমালা হ্যারিস মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের পর ধীরে ধীরে ফলাফল আসতে শুরু করছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো...
রাশিয়ার বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ মার্কিন গোয়েন্দাদের
রাশিয়াসহ ‘প্রতিপক্ষ’ দেশগুলো বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ চেষ্টার অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের দাবি, তারা নির্বাচন নিয়ে জনগণের আস্থা...