যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেলেও জয়-পরাজয়ের নির্ধারণে কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে এখনো। সোমবার এর গুরুত্বপূর্ণ ধাপটি সম্পন্ন হবে। এর মধ্য দিয়ে আগামী মেয়াদে কে মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন সেটি চূড়ান্তভাবে নির্ধারণ হবে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, সাংবিধানিক রীতি মেনে আজ ৫০ অঙ্গরাজ্য এবং কলম্বিয়া জেলার ইলেকটোরাল ভোটাররা এক সঙ্গে বসে তাদের ভোট দেবেন। আর এতেই নির্ধারিত হয়ে যাবে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট।
সাধারণত নির্বাচনের পরই অঙ্গরাজ্যগুলোর ঘোষিত ফলাফলের মধ্য দিয়ে পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন, সে বিষয়ে অনেকটা নিশ্চিত ধারণা পাওয়া যায়।
কিন্তু এবার ভোট জালিয়াতির অভিযোগ এনে পরিস্থিতি ঘোলাটে করে দিয়েছেন ট্রাম্প। নির্বাচনের এক মাস পরেও পরাজয় মেনে নেননি তিনি।
জয় দাবি করে ট্রাম্প শিবির গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে একের পর এক মামলা করেছে, শরণাপন্ন হয়েছে সুপ্রিম কোর্টেও। যদিও সব জায়গা থেকে ফিরিয়ে দেয়া হয়েছে ট্রাম্পকে।
সুপ্রিম কোর্টে আবেদন নাকচ হয়ে যাওয়ায় ইলেকটোরাল কলেজের সভা পিছিয়ে দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
এ অবস্থায় সোমবার ৫০ অঙ্গরাজ্য ও কলাম্বিয়া জেলার ইলেকটররা ভোট দেবেন। বড় কোনো অঘটন না ঘটলে সেই ভোটে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন প্রেসিডেন্ট ও কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হচ্ছেন।
ইলেকটোরালদের এসব ব্যালট রাজধানী ওয়াশিংটন ডিসিতে পাঠানো হবে। ৬ জানুয়ারি কংগ্রেসে সেগুলো গণনা করা হবে। এই পর্যায়ে ফলাফল পাল্টানোর চেষ্টা করতে পারেন ট্রাম্প। তবে ধারণা করা হচ্ছে, তার সে চেষ্টা ব্যর্থ হবে।
More Stories
ওষুধ ও প্রযুক্তিপণ্যে শুল্ক আরোপের ইঙ্গিত ট্রাম্পের, উদ্বেগ বিশ্ববাজারে
জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে যুক্তরাষ্ট্র সরকার ওষুধ ও আধুনিক প্রযুক্তিপণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের উদ্যোগ নিয়েছে। এতে বিশ্ব অর্থনীতিতে...
স্মার্টফোনে নতুন শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প
চীনে তৈরি স্মার্টফোন ও অন্যান্য ইলেকট্রনিকস পণ্য শুল্ক থেকে অব্যাহতি পাবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি...
বাণিজ্য যুদ্ধ শেষ করতে চীনের সঙ্গে চুক্তি করতে চান ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চীনের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধ শেষ করতে চুক্তি করতে আগ্রহী। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এমন...
বন্ধুত্ব টেকেনি মোদির, ভারতের ওপর শতভাগ শুল্ক আরোপ করছেন ট্রাম্প
বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে থাকেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তাঁর বন্ধু। ভারতের ক্ষমতাসীন দল বিজেপিনেতা মোদি, তাঁর নেতাকর্মী...
ট্রাম্প-নীতির তীব্র নিন্দা জানিয়ে যা বললেন হিলারি
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ‘বোকামিপূর্ণ ক্ষমতা’ প্রদর্শন নীতির কঠোর সমালোচনা করেছেন। সম্প্রতি দ্য নিউ ইয়র্ক...
৩০০ শিক্ষার্থীর ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদে অংশ নেওয়ায় প্রায় তিন শতাধিক বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭...