Read Time:2 Minute, 41 Second

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেলেও জয়-পরাজয়ের নির্ধারণে কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে এখনো। সোমবার এর গুরুত্বপূর্ণ ধাপটি সম্পন্ন হবে। এর মধ্য দিয়ে আগামী মেয়াদে কে মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন সেটি চূড়ান্তভাবে নির্ধারণ হবে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, সাংবিধানিক রীতি মেনে আজ ৫০ অঙ্গরাজ্য এবং কলম্বিয়া জেলার ইলেকটোরাল ভোটাররা এক সঙ্গে বসে তাদের ভোট দেবেন। আর এতেই নির্ধারিত হয়ে যাবে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট।

সাধারণত নির্বাচনের পরই অঙ্গরাজ্যগুলোর ঘোষিত ফলাফলের মধ্য দিয়ে পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন, সে বিষয়ে অনেকটা নিশ্চিত ধারণা পাওয়া যায়।

কিন্তু এবার ভোট জালিয়াতির অভিযোগ এনে পরিস্থিতি ঘোলাটে করে দিয়েছেন ট্রাম্প। নির্বাচনের এক মাস পরেও পরাজয় মেনে নেননি তিনি।

জয় দাবি করে ট্রাম্প শিবির গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে একের পর এক মামলা করেছে, শরণাপন্ন হয়েছে সুপ্রিম কোর্টেও। যদিও সব জায়গা থেকে ফিরিয়ে দেয়া হয়েছে ট্রাম্পকে।

সুপ্রিম কোর্টে আবেদন নাকচ হয়ে যাওয়ায় ইলেকটোরাল কলেজের সভা পিছিয়ে দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

এ অবস্থায় সোমবার ৫০ অঙ্গরাজ্য ও কলাম্বিয়া জেলার ইলেকটররা ভোট দেবেন। বড় কোনো অঘটন না ঘটলে সেই ভোটে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন প্রেসিডেন্ট ও কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হচ্ছেন।

ইলেকটোরালদের এসব ব্যালট রাজধানী ওয়াশিংটন ডিসিতে পাঠানো হবে। ৬ জানুয়ারি কংগ্রেসে সেগুলো গণনা করা হবে। এই পর্যায়ে ফলাফল পাল্টানোর চেষ্টা করতে পারেন ট্রাম্প। তবে ধারণা করা হচ্ছে, তার সে চেষ্টা ব্যর্থ হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post যুক্তরাষ্ট্রে ‘আজীবন সম্মাননা’ পেলেন সুবির চৌধুরী
Next post এএবিইএ- সাউর্দান ক্যালিফোর্নিয়ার নির্বাচন ২০২১-২২’র ফলাফল
Close