একের পর এক ভিত্তিহীন দাবির পর বেশ কয়েকবার সতর্ক করার পরও নিজের অবস্থানে অনড় বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । কিছুতেই নির্বাচনে হার স্বীকার করতে রাজি নন তিনি। বরং টুইটারে ক্রমাগত নিজের জয়, নির্বাচনে জালিয়াতির তত্ত্ব তুলে ধরছিলেন তিনি। সেই ‘অপরাধে’ আগেই তার টুইট ফ্ল্যাগ করেছিল টুইটার। এবার আরও কড়া পদক্ষেপ নিলো ক্ষুদে ব্লগ সাইটটি।
খবরে বলা হয়েছে, ট্রাম্পের বিতর্কিত টুইটগুলোকে লাইক ও রিটুইট করার সুযোগ বন্ধ করে দিয়েছে টুইটার। এমনকী, টুইটগুলোর লিংকও শেয়ার করা যাচ্ছিল না। সার্চ করলেও টুইটগুলি খুঁজে পাওয়া যাচ্ছে না। লাইক বা রিটুইট করতে গেলে টুইটারের পক্ষ থেকে সতর্কবার্তা ভেসে উঠছে।
যদিও টুইটারের দাবি, অসাবধানতাবশত ট্রাম্পের টুইটের ওই অপশনগুলো বন্ধ হয়ে গিয়েছে। পরে তা চালু করে দেওয়া হবে। তবে বিকৃত বা ভুয়া তথ্য সম্বলিত টুইটকে ফ্ল্যাগ করবে টুইটার। কোনও ইউজার ওই টুইট ব্যবহার করতে গেলে তাকে সতর্ক করবে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, মার্কিন নির্বাচনের সময় থেকেই ট্রাম্পের একাধিক টুইট ফ্ল্যাগ করেছিল টুইটার।
ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের শপথ গ্রহণের খুব বেশিদিন বাকি নেই। ২০ জানুয়ারি শপথ নেবেন তিনি। কিন্তু এখনও নিজের দাবিতে অনড় ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সুপ্রিম কোর্টেও বড় ধাক্কা খেয়েছেন ভোট বাতিলের আবেদন খারিজ হওয়ায়। পরে আদালতের প্রাসঙ্গিকতা নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প। টুইটারে লিখেছেন, ‘বৃহত্তম নির্বাচনি জালিয়াতি রুখতে সুপ্রিম কোর্টের ভূমিকা কার্যত শূন্য’। ট্রাম্পের এই টুইটটিও ফ্ল্যাগ করা হয়েছে।
More Stories
ওষুধ ও প্রযুক্তিপণ্যে শুল্ক আরোপের ইঙ্গিত ট্রাম্পের, উদ্বেগ বিশ্ববাজারে
জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে যুক্তরাষ্ট্র সরকার ওষুধ ও আধুনিক প্রযুক্তিপণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের উদ্যোগ নিয়েছে। এতে বিশ্ব অর্থনীতিতে...
স্মার্টফোনে নতুন শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প
চীনে তৈরি স্মার্টফোন ও অন্যান্য ইলেকট্রনিকস পণ্য শুল্ক থেকে অব্যাহতি পাবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি...
বাণিজ্য যুদ্ধ শেষ করতে চীনের সঙ্গে চুক্তি করতে চান ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চীনের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধ শেষ করতে চুক্তি করতে আগ্রহী। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এমন...
বন্ধুত্ব টেকেনি মোদির, ভারতের ওপর শতভাগ শুল্ক আরোপ করছেন ট্রাম্প
বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে থাকেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তাঁর বন্ধু। ভারতের ক্ষমতাসীন দল বিজেপিনেতা মোদি, তাঁর নেতাকর্মী...
ট্রাম্প-নীতির তীব্র নিন্দা জানিয়ে যা বললেন হিলারি
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ‘বোকামিপূর্ণ ক্ষমতা’ প্রদর্শন নীতির কঠোর সমালোচনা করেছেন। সম্প্রতি দ্য নিউ ইয়র্ক...
৩০০ শিক্ষার্থীর ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদে অংশ নেওয়ায় প্রায় তিন শতাধিক বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭...