Read Time:1 Minute, 32 Second

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থায় (নাসা) আবহাওয়া বিজ্ঞানী হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ফাহাদ আল আবদুল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, তিনি নাসা গড্ডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে পোস্ট ডক্টরাল সায়েন্টিস্ট হিসাবে কাজ করবেন। তিনি নাসার গ্লোবাল মডেল এবং স্যাটেলাইট ডেটা আত্মীকরণ অফিসে করবেন। তার প্রাথমিক প্রকল্পটি ইউএমডি এবং নাসা জেপিএলের সহযোগিতায় হবে।

এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, নাসায় একজন বিজ্ঞানী হিসেবে কাজ করব, যা আমার কাছে অবাস্তব মনে হচ্ছে।

এ স্বপ্নপূরণে যারা পাশে ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানান তিনি।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, আমি আমার মাতৃভূমি ও দেশের জন্য অবদান রাখতে চাই।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post করোনা: অক্সফোর্ড-স্পুতনিক টিকার সংমিশ্রণে ট্রায়াল
Next post টিকা: উন্নয়নশীল দেশগুলোর জন্য এডিবির ৯০০ কোটি ডলার
Close