করোনা মহামারির মধ্যে গোপনে সেবামূলক কাজে সম্পৃক্ত ছিলেন ব্রিটিশ রাজবধূ ক্যাট মিডলটন। একজন ক্যানসার রোগীকে তিনি মানসিকভাবে সহায়তা দেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, রয়্যাল ভলান্টারি সার্ভিসের মাধ্যমে ওয়েস্ট ইয়র্কশায়ারের ওই বাসিন্দার সঙ্গে যোগাযোগ করেন ডাচেস অব ক্যামব্রিজ।
করোনা প্রতিরোধে যুক্তরাজ্যে আরোপ হওয়া প্রথম লকডাউনে ৮৪ বছর বয়সী লেন গার্ডনারকে ফোন দেন ক্যাট।
লেন একজন ক্যানসার রোগী। এর মধ্যে তিনি ডিমেনসিয়া রোগে তার স্ত্রীর সেবা করেন একাই।
লেনের সঙ্গে ক্যাট ইতালীয় খাবার নিয়ে গল্প করেন। এ ছাড়া ভেড়া দেখে বাচ্চার অনুভূতির কথাও লেনকে বলেন ৩৮ বছর বয়সী ব্রিটিশ রাজবধূ। এ ছাড়া ওই পরিবারকে একটি পিৎজা মেশিনও পাঠান তিনি।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে লেন বলেন, ‘আমার কল্পনাতেই কখনো আসেনি যে, ফোনে আমি ইংল্যান্ডের ভবিষ্যৎ রানির সঙ্গে কথা বলব।’
তিনি বলেন, ‘এ কথোপকথন আমার বাকি জীবনে সঞ্চিত ধন হিসেবে থাকবে। তার কল আমাকে সাহায্য করেছে, যা আমি প্রত্যাশা করছিলাম।’
রেডিওথেরাপি নেয়া লেনের শরীরে গত সপ্তাহে অস্ত্রোপচার হয়। তিনি জানান, ডাচেস অব ক্যামব্রিজের ফোন পেয়ে হতচকিত হয়ে পড়েন। ফলে বুঝতে পারেননি কী সম্বোধন করবেন তাকে। সেসময় ক্যাট তাকে বলেছিলেন, ‘আমাকে ক্যাথরিন নামেই ডাকুন।’
লেন বলেন, ‘প্রথম দুই বাক্যের পর আমার মনেই হয়নি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আমি কথা বলছি।’
১৩ মে প্রথমবার লেনকে কল করেন প্রিন্সেস ক্যাট। সেসময় যুক্তরাজ্যে লকডাউন শুরু হয়। স্বামী প্রিন্স উইলিয়াম ও তিন সন্তান নিয়ে নরফক কাউন্টিতে নিজেদের বাসভবন আনম্যার হলে ছিলেন ক্যাট।
লেনের সঙ্গে ৩০ মিনিট কথা বলেন ডাচেস অব ক্যামব্রিজ। সেসময় প্রিন্স উইলিয়াম ও মেয়ে প্রিন্সেস শার্লট বাইরে বাগানে খেলছিলেন। আর জানালায় দাঁড়িয়ে সে দৃশ্য দেখছিলেন ক্যাট।
More Stories
পেন্টাগন থেকে ইরানের ওপর ইসরায়েলি হামলার পরিকল্পনার নথি ফাঁস
ইসরায়েলে ১ অক্টোবর ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় ইরানের ওপর ইসরায়েলি হামলার পরিকল্পনার নথির সামাজিক মাধ্যমে ফাঁস হয়েছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্র ও...
হামাসপ্রধান সিনওয়ার নিহতের গুঞ্জন, খতিয়ে দেখছে ইসরায়েল
হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নিহত হওয়ার গুঞ্জন উঠেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যমে...
বাংলাদেশিসহ সব শান্তিরক্ষীকে সরিয়ে নিতে বললেন নেতানিয়াহু
লেবাননে শান্তিরক্ষী হিসেবে দায়িত্বরত সব সেনাকে সীমান্তবর্তী অঞ্চল থেকে সরিয়ে নিতে জাতিসংঘকে অনুরোধ জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার...
ইয়েমেনে সম্মিলিত বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
ইয়েমেনের হোদেইদাহ বিমানবন্দর, সানা এবং ধামার সিটিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইয়েমেনের হুথি সমর্থিত টেলিভিশন চ্যালেন...
মুসলিমদের শত্রু এক: খামেনি
ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, আমরা যদি এক হতে পারি...
ইসরাইলকে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরাইল যদি ‘সর্বনিম্ন ভুল’ করে তাহলে তেহরান নিশ্চিতভাবে আরও ‘শক্তিশালী এবং কঠোর প্রতিক্রিয়া’...