Read Time:2 Minute, 17 Second

মুজিব বর্ষের বিদায় লগ্নে লালনের স্মৃতি বিজড়িত কুষ্টিয়ায় দুষ্করতীকারীদের দ্বারা মহান স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, নিপীড়িত দুঃখী মানুষের কণ্ঠস্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য রাতের আঁধারে ভেঙে ফেলার প্রতিবাদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ।

বিজ্ঞপ্তিতে তারা জানায়, এ আঘাত স্বাধীনতার চেতনা ও অনুভূতির উপর চরম আঘাত।

সংগঠনের সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ডাঃ রবি আলম সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাঙালিদের মত যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগও এই দুষ্কর্মে ক্ষুব্ধ এবং মর্মাহত। ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধী খুনী চক্রের এই হীন কার্যের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে। বঙ্গবন্ধুর উপর হামলা মানে বাংলাদেশের স্বাধীনতার উপর হামলা। মৌলবাদী স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর আস্ফলন কোনো ভাবেই মেনে নেওয়া হবে না।

তারা জানান, দেশের উন্নয়ন অগ্রগতি ও স্থিতিশীলতা ধরে রাখার স্বার্থে ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ প্রবাসে তাদের ভূমিকা যথাযথ পালনের প্রত্যয় ব্যক্ত করে। ধর্মনিরপেক্ষ স্বাধীন বাংলাদেশে সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তির রুখে দিতে ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী লীগ সর্বদা প্রস্তুত।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post শেখ ফজলুল হক মনির জন্মদিনে ক্যালিফোর্নিয়া স্টেট যুবলীগের শ্রদ্ধা
Next post ঢাকা-শিলিগুড়ি রুটে যাত্রীবাহী ট্রেন চলবে ২৬ মার্চ থেকে
Close