Read Time:4 Minute, 1 Second

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের কাছে প্রায় ৯ মাস ধরে বন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন ৫ বাংলাদেশিসহ ২০ জন নাবিক।

কয়েকদিন আগে ভারতীয় গণমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস নিজস্ব সূত্রে এ খবর দিয়েছিল।

বন্দীদের মধ্যে ভারতের ১৩ জন, বাংলাদেশি পাঁচ নাবিক রয়েছেন। আছেন মিসরের নাগরিকও।

এদিকে বুধবার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বাংলাদেশি বন্দীরা শিগগিরই দেশে ফেরছেন বলে তিনি জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ইয়েমেনের সানায় দীর্ঘদিন থেকে হুথিদের হাতে আটক হয়েছিলেন ওমানের একটি জাহাজ কোম্পানিতে কাজ করা বাংলাদেশি ৫ জন নাবিক। সঙ্গে ভারতীয় নাগরিকও আটক ছিলেন।’

তিনি বলেন, ‘৯ মাস ধরে আটক থাকা অবস্থায়ই একপর্যায়ে জাহাজ কোম্পানির মালিকের কাছ থেকে আংশিক মুক্তিপণ পাবার পরে তাদের মোবাইল ফোন ব্যবহার করতে দেয়া হয়। আটককৃতদের মধ্যে একজন আমার সঙ্গে প্রথম যোগাযোগ করেন প্রায় দুই মাস আগে।’

শাহরিয়ার আলম আরও বলেন, ‘আমাদের ওমান ও কুয়েত দূতাবাস এবং জিবুতিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের গত দুই মাসের প্রচেষ্টায় আগামীকাল তারা এডেনে আসবেন বলে আসা করা যাচ্ছে। সেখান থেকে তারা আন্তর্জাতিক শরণার্থী সংস্থা (আইওএম)-এর সহায়তায় ভারত হয়ে বাংলাদেশে পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে।’

ভারতীয় সংবাদমাধ্যমটি জানায়, ইয়েমেনের রাজধানী সানায় ফেব্রুয়ারিতে ২০ নাবিককে আটক করে হুথিরা। তিনটি জাহাজে ওমান থেকে সৌদি আরবে যাওয়ার পথে তাদের বন্দী করা হয়।

গৃহযুদ্ধ পর্যুদস্ত ইয়েমেনের বিশাল অঞ্চল হুথিদের দখলে। বিভিন্ন সময়ে এভাবে বিদেশি নাগরিকদের আটক করে মুক্তিপণ আদায় করে তারা।

বাংলাদেশিসহ এই বন্দীদের পাঁচতলা হোটেলের চারটি রুমে রাখা হয়েছে। তাদের মধ্যে একজন হোয়াটসঅ্যাপে জানিয়েছেন, ‘আমরা সৌদি আরবের ইয়ানবু বন্দরের দিকে যাচ্ছিলাম। কনস্ট্রাকশন কাজের জন্য। যাত্রাপথে খবর পাই লোহিত সাগরে একটি জাহাজ ডুবে গেছে।’

‘আমরা সেখানে গিয়ে তাদের উদ্ধার করে ইয়েমেন কোস্টে ফেব্রুয়ারির শুরুর দিকে নোঙর করি। হঠাৎ কয়েক জন কোস্টগার্ড পরিচয় দিয়ে আমাদের সানায় নিয়ে যায়। পরে জানতে পারি তারা হুতি বিদ্রোহী। ইয়েমেনের জলসীমায় প্রবেশের দায়ে তারা আমাদের গ্রেপ্তারের কথা জানায়।’

জাহাজ তিনটির মালিকদের বিরুদ্ধে অভিযোগ, নাবিকদের ছাড়ানোর কোনো চেষ্টা করেননি তারা। ওদিকে সেই ফেব্রুয়ারি থেকে কোম্পানির পক্ষ থেকে কোনো বেতন পাঠানো হচ্ছে না। এতে প্রবাসীরা তাদের পরিবার নিয়ে আছেন দুশ্চিন্তায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post তুরস্কে বঙ্গবন্ধুর, বাংলাদেশে আতাতুর্কের ভাস্কর্য বসছে
Next post অনুমোদন পেলো ফাইজারের ভ্যাকসিন
Close