Read Time:1 Minute, 55 Second

আগামী বছরের ফেব্রুয়ারি মাসের আগেই বেশিরভাগ ভ্যাকসিন কাজ করতে শুরু করবে বলে মনে করেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। ফাইজার ও মডার্নার ভ্যাকসিন এরইমধ্যে ব্যাপক কার্যকরি প্রমাণিত হয়েছে। বিল গেটস বলেন, অ্যাস্ট্রাজেনেকা, জনসন এন্ড জনসন এবং নোভাভ্যাক্সের ভ্যাকসিনও একই পর্যায়ের সফলতা দেখাবে। আমি আশাবাদী ফেব্রুয়ারি মাসের মধ্যেই খুব সম্ভবত সবাই সফল ও কার্যকরি তা প্রমাণিত হয়ে যাবে।
এদিকে বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। প্রথম দফা শেষে সংক্রমণের গতি কমে আসলেও দ্বিতীয় দফায় ব্যাপক হারে ছড়াচ্ছে মহামারিটি। তবে ভ্যাকসিনও চলে আসছে দ্রুতই সেই আভাসও মিলছে।

গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রে ব্যাপক হারে বাড়ছে করোনা সংক্রমণের হার। বিল গেটস জানিয়েছেন, এই হার আরো বাড়বে তেমন আশঙ্কা রয়েছে। এই শীতে প্রতিদিন হাজার হাজার মার্কিনির মৃত্যু হতে পারে বলে জানিয়েছেন বিল গেটস। তিনি বলেন, আমাদের সংক্রমণের হার এখনো বাড়ছে। ফেব্রুয়ারি পর্যন্ত এটি বাড়তে পারে। এতে প্রতিদিন ২ হাজার মানুষ মারা যেতে পারে। তাই মার্কিনিদের মাস্ক পরা উচিৎ এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলা উচিৎ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post কানাডার স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিমে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার দাবি
Next post বাংলাদেশে ৩ কোটি ভ্যাকসিন বিনামূল্যে দেবে সরকার
Close