ইউ এস কংগ্রেসের সদস্য রিপ্রেজেনটেটিভ এ্যান্ডি লেভিন মিশিগানের ৯ নং কংগ্রেস ডিস্ট্রিক থেকে গত ৩ নভেম্বর বিপুল ভোটে নির্বাচত হন। তিনি রিপাবলিকান প্রার্থী চার্ল্স ম্যাকো্রথীর চেয়ে ৭৫ হাজার বেশী ভোট পেয়ে জয় লাভ করেন। এ্যান্ডি লেভিন সর্বমোট ২ লাখ ৩২ হাজার ভোট পেয়ে ৫৮ শতাংশ ভোট নিয়ে বিপুল জনসমর্থন নিয়ে দ্বিতীয় বারের জন্য ইউ এস কংগ্রেসে নির্বাচত হয়েছেন। অনেক জন নন্দিত এই কংগ্রেস সদস্য হারভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগথেকে আইনের উপর জুরিস ডক্টরেট করেছেন।
এ্যান্ডি লেভিন নির্বাচত হয়ার পর সর্বপ্রথম তিনি বাংলাদেশের কমিউনিটির মুল ধারার রাজনৈতিক ব্যাক্তিত্ব ড. রাব্বী আলম এবং মুসলিম সংগঠন এ্যামপ্যাকের নেতৃবৃন্দের সাথে এক সৌজন্যমুলক ভার্চুয়াল কমিউনিটি কফি আওয়ার এবং ত্রিপাক্ষিক বৈঠকের আহ্ববান জানান। বৈঠকের পরিচালনা করেন বাংলাদেশ কমিউনিটির পরিচিত মুখ এবং এ্যামপ্যাকের চেয়ারম্যান ড. রাব্বী আলম। সভার শুরুতে ড. রাব্বী আলম কংগ্রেস সদস্য এ্যান্ডি লেভিন কে ধন্যবাদ জানান এবং পরিচয় করিয়ে দেন। এ সময় ড. রাব্বী এ্যামপ্যাকের সকল সদস্যদের কে পরিচয় করিয়ে দেন পাশাপাশি তিনি বাংলাদেশী কমিউনিটির আমন্ত্রিত অতিথিদের পরিচয় করিয়ে দেন।
অফিসিয়াল ডেলিগেটরের মধ্যে কংগ্রসম্যান লেভিনের সাথে আরও যোগদান করেন কমিউনিটি আউটরীচ স্টেফানি মারোকি, কমিউনিকেশন ডেপুটি স্টাফার এলেনুর কামোলাস্কি এবং ডেপুটি স্টাফ মেম্বার জাস্টিন এয়ালটার্স। এ্যামপ্যাকের পক্ষে যোগদান করেন এক্সিকিউটিভ মেম্বার মিনহাজ রাসেল চৌধুরী, মাহবুব রাব্বী খান, এ্যাডভোকেট নুরুল হাসান পারভেজ, সৈয়দ আলী রেজা এবং বঙ্গবন্ধু কমিশনের বাংলাদেশ কমিশনার আল মাসুম খান। কমিউনিটির সদস্যদের মধ্যে যোগদান করেন নাষ্টের প্রতিষ্ঠাতা সদস্য নাজেল হুদা, ওয়াহেদ নবী তুহিন, মোস্তাক আহম্মেদ, ওয়াহিদুজ্জামান ওহিদ, এম ডি হক, নিজাম উদ্দীন এবং মোহাম্মদ আজাদ।
সভার শুরুতে ড. আলম জানান এই মিটিং টি জুমে এবং মিলেনিয়াম টিভি তে লাইভ সমিপ্রচার করা হচ্ছে। এ সময় কংগ্রেসম্যান সভাপতির অনুমতি সাপেক্ষ্যে ইউ এস কেন্দ্রীয় সংসদের মুল্যবান আপডেট এবং চলমান এবং কিছু সাম্প্রতিক বিল নিয়ে কথা বলতে চান। রিপ্রেজেনটেটিভ লেভিন বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন। বিশেষ করে আগামীতে ১২শ’ ইউএস ডলার বয়ষ্ক ভাতা এবং ৫শ’ ডলার চাইল্ড ভাতা (এক কালীন) পেন্ডামিকের মোকাবিলা করবার জন্য সাংসদীয় বিল নিয়ে বলেন ডেমোক্রাটিক প্রেসিডন্ট জো বাইডেন এলেই এটা পাশ হবে।
তিনি আরও বলেন, আমাদের ব্যাবসায়া পরিতিষ্টান এবং ব্যাবসায়ী ভাইদের জন্য বিলের নতুন সংযোজন আছসে । এতে করে সকল ব্যাবসায়ীরা যাতে করে তাদের ব্যাবসা কে চালু রাখতে পারে তার দিকে নজর দেওয়া হচ্ছে । স্বাস্থবিধী নিয়ম, হেল্থকেয়ার বিল, কভিড-১৯ ভ্যাকসিন, আন ইমপিলয়েড ভাতা এবং ইকোনোমিক প্যাকেজ।
উল্লেখ্য, রিপ্রেজেনটেটিভ লেভিন ইউ এস কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটির মেম্বার এবং আন্তর্জাতিক এফেয়ার্স কমিটির সদস্য। তিনি গত বছর ২০১৯ সালের ডিসেম্বরে বাঁলাদেশে ভ্রমন করেছিলেন এবং তিনি চিটাগাং এবং কক্সবাজারের রোহিংগা ক্যাম্পে গিয়েছিলেন। তিনি বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে রোহিংগা বিষয়ক পদক্ষেপের প্রশংসা করেন এবং বলেন আগামীতে তিনি বাংলাদেশের বিষয় নিয়ে কাজ করবার প্রতিশ্রুতি দেন।
রিপ্রেজেনটেটিভ লেভিন বলেন জো বাইডেনের নেতৃত্বে আমরা সফল এবং সার্থক অর্থনীতির স্বপ্ন দেখছি । এটা শুধু আমাদের স্বপ্ন নয়, এটা আমরা বাস্তবে পরিনত করব।
তিনি বলেন, বাংলাদেশ কমিউনিটি অত্যন্ত বেগবান এবং গতিশীল কমিউনিটি। তিনি ড. রাব্বী আলমের নেতৃত্বের প্রশংসা করেন।
বক্তব্য রাখেন এবং প্রশ্ন করেন মাহবুব রাব্বী খান, মিনহাজ রাসেল চৌধুরী, নুরুল হাসান পারভেজ, আল মাসুম খান এবং স্টেফানি মোরাকি।
বক্তব্যে মিনহাজ রাসেল চৌধুরী কংগ্রেসম্যান লেভিন কে ধন্যবাদ জানান এবং বলেন, আপনার বন্ধুত্ব এবং নেতৃত্বে আমরা আনন্দিত। আপনার বাংলাদেশী কমিউনিটির প্রতি সহনাভুতি এবং সংসিলিষ্ঠতা বিশেষ করে এ্যামপ্যাকের চেয়ারম্যান ড. রাব্বী আলম এবং বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষীকি উপলক্ষে আপনার কংগ্রেশনাল রেকর্ড আমাদের জন্য গর্বের বিষয়। আপনি ১৬ ই মার্চ ২০২০ ইউ এস কংগ্রেসে এটা প্রস্তাব করে পাশ করেছেন। আমরা যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই।
পরিশেষে মিনহাজ চৌধুরী জানতে চান কভিড-১৯ ভ্যাক্সিনের সর্বশেষ অবস্থা এবং কবে এটা পাবলিকের জন্য বাজারের আসবে।
মাবাবুব রাব্বী বকত্ব্যে কংগ্রেসম্যান লেভিন কে এ্যামপ্যাকের পক্ষ থেকে ধন্যবাদ দেন এবং বলেন আগামীতে আমরা আপনার সাথে পার্টনারশিপে কাজ করতে চাই । বাংলাদেশী আমেরিকান কমিউনিটি এবং এ্যামপাক আগামীদিনের বাঁধা বিপত্তিকে মোকাবিলা করে আমরা সামনের দিকে অগ্রসর হতে আপনার সহোযোগিতা চাঁই এবং আপনার যদি আমাদের কোন সহযোগিতার দরকার হয় অবশ্যই আপনি আমাদের প্রতিনিধি ড. রাব্বী আলমের সাথে পরামর্শ করবেন । পরিশেষে মাহাবুব রাব্বী জানতে চান কি নাগাদ ২য় ধাপে পেন্ডামিকের ইকোনোমিক প্যাকেজের বিল পাশ হতে পারে ।
আল মাসুম খান বলেন আমি আপনাকে বাংলাদেশ সরকারের পক্ষথেকে এবং বাংলাদেশ বঙ্গবন্ধু কমিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই । আমি বিশেষ ধন্যবাদ দিতে চাই ড. রাব্বী আলম কে । নির্বাচনে আপনি বিপুল ভোটে জয়লাভ করেছেন – আপনাকে অভিনন্দন। আপনি গতবছর বাংলাদেশ সফর করেছেন – আবার কবে আসবেন ? এবার যখন আসবেন আমাদের একটি দাবী থাকবে যে আপনি ড. রাব্বী আলম কে আপনার সফর সংগী করবেন। পরিশেষে তিনি বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্শন করেন এবং রিপ্রেজেনটেটিভ লেভিন কে বলেন আপনার বন্ধুত্ব আমরা আশা করছি।
নুরুল হুদা পারভেজ বলেন আপনার নেতৃত্বে আমরা ম্যাকেম্ব কাউন্টিতে ডেমোক্রাটিকের দুর্বার ঘাঁটি তৈরী করতে চাই। আমি ওয়ারেন শহরের বাসিন্দা এবং আমি মিশিগান ডেমোক্রাটিক পার্টির একজন নির্বাচত ভাইচ চেয়ার এবং একাধারে এমপ্যাকের এক্সিকিউটিভ মেম্বার এবং যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের কার্যকরী সদস্য। আমরা আশা করবো আগামীতে বাংলাদেশের কমিউনিটিকে আরো বেগবান করতে চাই । আপনার সুসাস্থ এবং সার্বিক মঙ্গল কামনা করছি। আপনার কেবিনেটের অফিসিয়াল ডেলিগেট মেম্বার গন কে আমরা আমাদের কমিউনিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই।
বক্তব্যে স্টেফানি মোরাকি বলেন আমরা বাংলাদেশী কমিউনিটির প্রতি সত্যিই মুক্ত এবং অভিভুত। আপনাদের যদি কোন বিষয় জানতে হয়, তা হলে আমাদের সাথে যত তাড়াতাড়ি সম্ভব হয় যোগাযোগ করবেন। আপনারা ড. আলমের সাথে যোগাযোগ করবেন। আপনাদের আজকের এই ত্রিপাক্ষির বৈঠকের জন্য ধন্যবাদ।
More Stories
পাঁচ দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। দেশ পাঁচটি হলো- থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া।...
আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ-২৯) যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর)...
বাংলাদেশিসহ ৮ অভিবাসীকে এবার আলবেনিয়ায় পাঠালো ইতালি
নৌবাহিনীর একটি জাহাজে করে অনিয়মিত অভিবাসীদের দ্বিতীয় একটি দলকে আলবেনিয়া পাঠিয়েছে ইতালি। দলটিতে বাংলাদেশ ও মিশরীয় আট অভিবাসী রয়েছেন। শুক্রবার...
ক্যালিফোর্নিয়া বিএনপি’র উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
ক্যালিফোর্নিয়ায় জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষে স্হানীয় ক্যালিফোর্নিয়া...
সুইজারল্যান্ডে আ. লীগ কর্মীদের হাতে হেনস্তার শিকার আসিফ নজরুল
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডে আওয়ামী লীগের কর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন। সামাজিক...
শেখ হাসিনার বিরুদ্ধে এবার আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা
ছাত্রজনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই আওয়ামী লীগ সভাপতিসহ তার...