Read Time:1 Minute, 40 Second

এবার চীনকে নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, নিয়মের বাইরে গিয়ে কিছু করতে পারবে না চীন। বেআইনি পথে চললে তার প্রশাসনও যে কড়া মনোভাবই নেবে, তা স্পষ্ট করে দিলেন তিনি। একই সঙ্গে বাইডেন জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গেও ফের যুক্ত হবে আমেরিকা।

চীনের বিরুদ্ধে আগাগোড়াই কঠোর মনোভাব নিয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন প্রেসিডেন্ট বাইডেনের চীন নীতি কী হয়, সেদিকেই নজর ছিল সবার। কিন্তু চীনের বেআইনি কার্যকলাপকে তিনিও বরদাস্ত করবেন না, তা বুঝিয়ে দিয়েছেন বাইডেন।

তার আমলে চীনের উপরে আর্থিক নিষেধাজ্ঞা জারি করা হবে কি না, সে প্রশ্নও করা হয়েছিল বাইডেনকে। জবাবে নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ‘চীনকে শাস্তি দেওয়াটা উদ্দেশ্য নয়। কিন্তু চিনকে বুঝিয়ে দিতে হবে যে তাদের নিয়মের মধ্যে থেকেই সবকিছু করতে হবে। বিষয়টা খুবই সহজ।’ সূত্র : টাইমস অব ইন্ডিয়া ও নিউজ এইটটিন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ইরানের ব্যাপারে কী করবেন বাইডেন?
Next post রুশনারা আলীকে ১৮ মাস ধরে হত্যার হুমকি দেন এক ব্রিটিশ বাংলাদেশি!
Close