যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এবার রেকর্ড সংখ্যক নারী প্রার্থী হয়েছেন, যারা বিজয়ী হলে ইতিহাস গড়বেন। ৫৩৫ আসনের জন্য ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের ৩১৭ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে ১১৭ জন নানা বর্ণের নারী অর্থাৎ যারা সাদা নন। খবর দ্য গার্ডিয়ান।
আজকের নির্বাচনে এই নারীদের সবাই নির্বাচিত হলে তা যেমন একদিকে হবে রেকর্ড, অন্যদিকে জাতি হিসেবে যুক্তরাষ্ট্রের প্রকৃত চিত্র ফুটে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর আগে ২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচনে ২৫৭ জন নারী অংশ নিয়ে রেকর্ড গড়েছিলেন।
এখন পর্যন্ত আমেরিকার ৫৩৫ সিনেট সদস্যদের মধ্যে নানা বর্ণের নারী আছেন মাত্র ৪৮ জন। আর কংগ্রেসে মোট নারী রয়েছেন ১২৭ জন।
গার্ডিয়ান জানিয়েছে, এবারের নির্বাচনে মোট ১১৭ জন কৃষ্ণাঙ্গ ও বাদামী ত্বকের নারী প্রার্থী হয়েছেন। দুই বছর আগের মধ্যবর্তী নির্বাচনে নিউইয়র্ক থেকে আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ আর মিনেসোটা থেকে ইলহান ওমারের মত নারীরা বিজয়ী হন। এবারের নির্বাচনে বিপুল সংখ্যক নানা বর্ণের নারীদের প্রার্থীতার পেছনে তাদের এই বিজয় অনেকটাই অনুপ্রেরণা যুগিয়েছে। ওকাসিও-কর্টেজ ও ২০১৮ সালে কংগ্রেসে বিজয়ী অনন্যা প্রেজলির এবারও নির্বাচিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
এবার মিসৌরি থেকে কোরি বুশ নামের একজন নার্স ও অ্যাক্টিভিস্টের জয়ের সম্ভাবনা আছে। কোরি বুশ ২০১৪ সালে ফার্গুসনে পুলিশের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়ে আলোচনায় আসেন। কংগ্রেসে বিজয়ী হলে মিসৌরি থেকে নির্বাচিত প্রথম কৃষ্ণাঙ্গ নারী হবেন কোরি বুশ।
তোমাদের স্বামীদের কাজে ফেরাব, নারীদের উদ্দেশে ট্রাম্প
ল্যাটিনো ও ন্যাটিভ আমেরিকান জনসংখ্যা অধ্যুষিত নিউ মেক্সিকোর টেরেসা লেজার ফার্নান্দেজ ২০১৮ সালে নির্বাচিত আরেক ন্যাটিভ আমেরিকান নারী ডেব হালান্ডের সঙ্গে যোগ দেবেন। হালান্ড এবং লেজার ফার্নান্দেজ উভয়েই প্রগতিশীল ডেমোক্র্যাট যাদের সামনে এনেছেন এলিজাবেথ ওয়ারেন ও ওকাসিও-কর্টেজের মত রাজনীতিবিদরা।
টেক্সাস, যেখানে জো বাইডেন জিতবেন বলে ধরে নেওয়া হচ্ছে সেখানে ক্যানডেস ভ্যালেনজুয়েলা কংগ্রেস সদস্য হিসেবে জয়ী হতে পারেন। তিনি যে ডিস্ট্রিক্ট থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখান ২০০৫ সাল থেকে রিপাবলিকানরাই জেতে। টেক্সাসের ২৪তম ডিস্ট্রিক্টে নির্বাচিত হলে ভ্যালেনজুয়েলা হবেন প্রথম নির্বাচিত কৃষ্ণাঙ্গ লাতিন নারী। গত অক্টোবরে ভ্যালেনজুয়েলা গার্ডিয়ানকে বলেন, ‘সময় এসেছে ক্ষমতায় থাকা ব্যক্তিরা যেন তাদের সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন। যেহেতু আমরা দেখছি প্রচুর নারী বিশেষত নানা বর্ণের নারীরা নির্বাচনে জয়ী হচ্ছেন, তাই আমরা আশা করতে পারি যে তারা শ্রমজীবী পরিবারের চাহিদার দিকে মনোযোগী হবেন’। এছাড়া আরাকানসাসের জয়েস এলিয়ট বিজয়ী হলে রাজ্যের কংগ্রেশনাল জেলায় তিনিই হবেন প্রথম নির্বাচিত কৃষ্ণাঙ্গ।
স্বামীদের কাজে ফেরানোর কথা দিয়ে নারীভোট হারাবেন ট্রাম্প!
উল্লেখ্য, চলতি নির্বাচনে বেশিরভাগ নারীই ডেমোক্র্যাট দলের প্রার্থী। অন্যদিকে ২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচনের তুলনায় রিপাবলিকান শিবিরেও বেড়েছে নারী প্রার্থীর সংখ্যা। এটা যুক্তরাষ্ট্রে নারী ক্ষমতায়নের পথে একধাপ এগিয়ে যাওয়ার চিত্র বলেই মনে করছেন বিশ্লেষকরা।
More Stories
বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে কাজ করবে ভারতীয় আমেরিকানরা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালাবে ভারতীয় আমেরিকানরা। বাংলাদেশের বিরুদ্ধে পদক্ষেপ নিতে...
দায়িত্ব নেয়ার পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। শুক্রবার...
হোয়াইট হাউসে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প
চার বছর পর যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক নাটকীয় প্রত্যাবর্তনে ডোনাল্ড ট্রাম্প আবারও প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প...
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ট্রাম্প ২১০, কমলা ১১৩
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা চলছে। ইতিমধ্যে কয়েকটি অঙ্গরাজ্যে কে জয় পেতে যাচ্ছেন, এমন পূর্বাভাসও আসছে বিভিন্ন গণমাধ্যমের খবরে। অ্যাসোসিয়েটেড...
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ফ্লোরিডায় ট্রাম্প এবং ম্যাসাচুসেটসে জয়ী কমালা হ্যারিস
ফ্লোরিডায় ট্রাম্প এবং ম্যাসাচুসেটসে জয়ী কমালা হ্যারিস মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের পর ধীরে ধীরে ফলাফল আসতে শুরু করছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো...
রাশিয়ার বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ মার্কিন গোয়েন্দাদের
রাশিয়াসহ ‘প্রতিপক্ষ’ দেশগুলো বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ চেষ্টার অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের দাবি, তারা নির্বাচন নিয়ে জনগণের আস্থা...