Read Time:3 Minute, 0 Second

টেক্সাসে হঠাৎ করেই আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হয়েছেন বাংলাদেশি আমেরিকান ডোনা ইমাম। তিনি ইউএস জাতীয় কংগ্রেসে সেখানকার ডিস্ট্রিক্ট ৩১ থেকে হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের প্রার্থী হয়েছেন। ডেমোক্রেটিক পার্টির দীর্ঘ প্রাইমারি লড়াইয়ে বিজয়ী হয়ে এবার তিনি ইতিহাস গড়ার জন্যে তৈরি।

তবে এমনিতেই টেক্সাস একটি লালদূর্গ বলে পরিচিতি। রিপাবলিকান নেতা জন রিচ কার্টার ২০০৩ সাল থেকে ওই আসনটি হাউজের সদস্য নির্বাচিত হয়ে আসছেন। ফলে তাকে পরাজিত করতে পারাটা বাংলাদেশি বংশোদ্ভূত ডোনা ইমামের জন্যে খুব সহজ হবে বলেও মনে করেন না বিশ্লেষকরা। তবে ডেমোক্রেট নেতারা বলছেন, এবার টেক্সাসে এক ধরনের ব্লু ওয়েভ বা ডেমোক্রেটদের পক্ষে জোয়ার দেখা যাচ্ছে। সেই সঙ্গে তারুণ্যে দীপ্ত ডোনা অত্যন্ত মেধাবী। সব জাতি গোষ্ঠীর মধ্যে বেশ সাড়া ফেলতে পেরেছেন তিনি। ফলে সমান তালেই লড়াইটা চালিয়ে যাচ্ছেন।

টেক্সাসের প্রেসিডেন্টশিয়াল নির্বাচনের ডেমোক্রেটিক ইলেকটর ও ডোনা ইমামের উপদেষ্টা নিশান খান কালের কণ্ঠকে বলেন, বেশ ভালো জাগরণ তৈরি করেছেন ডোনা। তার জয়ের ব্যাপারে আমরা ভীষণভাবে আশাবাদী।

অস্টিনের উইলিয়ামসন কাউন্টি এবং সেনা ছাউনি অধ্যুষিত ফোর্ড হুড নিয়ে এই নির্বাচনী এলাকায় ৮ লাখ ৩০ হাজার মানুষের মধ্যে ৫৯.১৯ শতাংশই শ্বেতাঙ্গ। এশিয়ানদের সংখ্যা মাত্র ৫.২ শতাংশ। হিস্পানিক ২৩.৯৩ এবং কৃষ্ণাঙ্গ নাগরিকদের সংখ্যা ১১.২৪ শতাংশ। তা ছাড়া এই আসনে কখনোই ডেমোক্রেটিক পার্টির কেউ জয়ী হতে পারেনি। যে কারণে এই আসনে জয় পেলে তা হবে ডেমোক্রেটদের জন্য বিরাট ঘটনা।

জয় পেতে অন্যদের পাশাপাশি শ্বেতাঙ্গ নাগরিকদের কাছে টানার চেষ্টা করছেন তিনি। টেক্সাসে জন্মগ্রণকারী ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ডোনার নিজস্ব একটি ফার্ম রয়েছে। সেই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে অনেকদিন ধরেই যুক্ত।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post করোনায় মানুষের পাশে থাকার প্রতিদান পেলেন যুক্তরাষ্ট্রের আরএলবি গ্রুপের বাদল
Next post দূতাবাস থেকে প্রবাসীরা যেন ভালো আচরণ পান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
Close