মুসলিম সম্প্রদায়ের প্রাণের স্পন্দন ও শেষ নবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে ব্যঙ্গাত্মক ছবি প্রকাশ ও ইসলাম নিয়ে কটুক্তির কারণে ইউরোপের দেশ ফ্রান্সকে নিয়ে যেখানে সারা বিশ্বে নিন্দা ও ক্ষোভ চলছে, সেখানে দক্ষিণ এশিয়ার দেশ চীনে ঘটলো একই ঘটনা। চীনের সরকারি টেলিভিশনেই প্রকাশিত হলো বিশ্বনবীকে নিয়ে হাতে আঁকা বিতর্কিত ছবি।
ইন্টারনেটে চীনের টেলিভিশনের সেই ছবি ভাইরাল হয়েছে। চীন সরকারের নিয়ন্ত্রণাধীন চীনা সেন্ট্রাল টেলিশিন নেটওয়ার্ক (সিসিটিভি) সম্প্রচারের পর সামাজিক গণমাধ্যমে বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছে।
সিসিটিভি ছাড়াও দেশটির অরেকটি টেলিভিশন ক্যারোল অব ঝেঙ্গুয়ানে ধারাবাহিকভাবে সস্প্রচারিত টিভি শো’য়েও ওই ছবিটি দেখানো হয়। ভিডিওতে দেখানো হয়, আরবের রাজদূত চীনা সম্রাটকে হাতে আঁকা মহানবীর (সা.) ছবি উপহার দিচ্ছেন।
এমন গর্হিত কাজের বিরুদ্ধে সরব হয়েছেন চীনের উইঘুরদের অধিকার নিয়ে কর্মরত আর্সালান হিদায়াত। নিজের টুইটার অ্যাকাউন্টে ওই ছবিসহ একটি পোস্ট করেছেন তিনি। পোস্টে আর্সালান হিদায়াত লেখেন- তাং রাজবংশের আমলের আরব রাজদূতের চীন পরিভ্রজনের দৃশ্য একটি হাতে আঁকা ছবি তুলে ধরে সিসিটিভি। চীনা টেলিভিশনের শো-তে ছবিটি দেখিয়ে আরবের রাজদূতের মুখ দিয়ে বলানো হয়েছে, ইনিই আমাদের দেশের সৃষ্টিকর্তা, মহানবী হযরত মুহাম্মদ (সা.)। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা মুসলিম দুনিয়া এখন প্রশ্ন চিহ্নের সামনে এসে দাঁড়িয়েছে।
এত বড় ঘটনা ঘটে গেলেও চীন সরকারের এ বিষয়ে কোনো বিকার নেই। এমনকি অনুশোচনা প্রকাশ করেননি সরকারের উচ্চপদস্থ কেউ। সামাজিক মাধ্যমে সিসিটিভির এ ঘটনায় সমালোচনা চললেও তাদের পক্ষে কোনো বিবৃতি আসেনি।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
