Read Time:4 Minute, 19 Second

নিউইয়র্কে ২৬ অক্টোবর যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। যুক্তরাষ্ট্র যুবদলের উদ্যোগে করোনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যবিধি মেনে প্রাকৃতিক দুর্যোগ সত্বেও বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন দু’পর্বের এ অনুষ্ঠানে।

প্রথম পর্বে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় স্লোগানের মধ্যে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন কেন্দ্রীয় যুবদলের নেতা এম এ বাতিন। এ সময় পাশে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাসাসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান, জাসাসের আন্তর্জাতিক সম্পাদক আলহাজ্ব আবু তাহের, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবরউদ্দিন, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, মোশারফ হোসেন সবুজ ও এম এ সবুর, ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি প্রমুখ। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক যুবনেতা আতিকুল হক আহাদ এবং যৌথভাবে পরিচালনা করেন সদস্য-সচিব সোহরাব হোসেন ও প্রধান সমন্বয়কারি বদিউল আলম।

দ্বিতীয় পর্বে ‘আন্দোলন-সংগ্রাম আর গৌরবের ৪২ বছর’ শীর্ষক আলোচনা সভা হয় জ্যাকসন হাইটসে ইটজি চায়নিজ রেস্টুরেন্টে। এ সময় সমবেত নেতা-কর্মীরা দেড় দশক আগে গঠিত যুক্তরাষ্ট্র যুবদলের কমিটি ভেঙে দিয়ে সময়ের পরীক্ষিত নেতা-কর্মীর সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।
যুক্তরাষ্ট্র যুবদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি আশরাফউদ্দিন ঠাকুরের সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন যুবনেতা এম এ বাতিন। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবরউদ্দিন, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি ও কেন্দ্রীয় জাসাসের আন্তর্জাতিক সম্পাদক আলহাজ্ব আবু তাহের, সেক্রেটারি কাওসার আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, মোশারফ হোসেন সবুজ, মাকসুদ এইচ চৌধুরী, মাজহারুল ইসলাম জনি, শাহাদৎ হোসেন রাজু প্রমুখ।

যুক্তরাষ্ট্র যুবদলের সাংগঠনিক সম্পাদক ওয়েছ আহমেদ কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর প্রতিষ্ঠাবার্ষিকীর এ আলোচনায় নেতৃবৃন্দের মধ্যে আরও অংশ নেন ইঞ্জিনিয়ার সায়েম রহমান, হুমায়ূন কবীর পলাশ, জাহাঙ্গির সোহরাওয়ার্দি, আনোয়ার হোসেন, নাসির উদ্দিন, সিদ্দিক হোসেন রুবেল, সুমন রহমান, মোহাম্মদ মান্নান, মঞ্জুর মোর্শেদ, মেহরাব রাজা চৌধুরী, মনসুর আহমেদ শাওন, রুহেলুজ্জামান চৌধুরী, ফারহান আহমেদ, ইকবাল খান গোফরান বাহার প্রমুখ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ধর্ম নিয়ে বিদ্রূপ করা পত্রিকা চালানোর সুযোগ রাশিয়াতে নেই: ক্রেমলিন
Next post ফরাসিদের শাস্তি দেয়ার অধিকার মুসলমানদের রয়েছে : মাহাথির
Close