বাংলায় দুর্গা পূজার শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলা ভাষা অনেক মিষ্টি বলে তিনি এ ভাষায় কথা বলার লোভ সামলাতে পারেননি বলেও উল্লেখ করেন।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়, দুর্গা পূজার মহাষষ্ঠীর সকালে অর্থাৎ আজ বৃহস্পতিবার দেওয়া ভাষণে পূজার শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী। দুর্গা পূজার শুভক্ষণে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘উমা এলো ঘরে। বাংলার এই সনাতন পরম্পরা রয়েছে।’ বাংলাতেই তিনি জানালেন, প্রতিটি নারীকে মায়ের রূপে শ্রদ্ধা জানাতে হবে। নারীদের প্রতি নির্যাতন রুখতে ভারতে এখন কড়া আইন প্রণয়ন করা হয়েছে। নারীদের সুরক্ষার জন্য তার সরকার যথেষ্ট তত্পর বলেও দাবি করেছেন তিনি।
বাংলায় ভাষণ দেওয়ার কারণ হিসেবে মোদি বলেন, ‘বাংলা ভাষা এত মিষ্টি যে, এই ভাষা বলার লোভ সামলাতে পারলাম না। জানি আমার উচ্চারণে কিছু খামতি ছিল। তার জন্য মার্জনা করবেন।’ তিনি বলেন, ‘সকলকে দুর্গা পূজা এবং কালী পূজার শুভেচ্ছা জানাই।’
ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা এখনো চলে যায়নি। তাই সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরতে হবে। সব নিয়ম মেনেই এবার উৎসবে মাততে হবে।’
মোদির ভাষণজুড়ে ছিলেন শিল্প-সাহিত্য জগতের রবীন্দ্রনাথ ঠাকুর, শরত্চন্দ্র চট্টোপাধ্যায়, রাজা রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঋষি অরবিন্দ, মাতঙ্গিনী হাজরা। তার কথায় স্মৃতিচারণ হলো ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকী, বিনয়-বাদল-দীনেশের। শোবিজ জগতে উত্তম কুমার, সত্যজিৎ রায়, সুচিত্রা সেনের মতো বিখ্যাত বাঙালির অবদানের কথাও ভাষণে স্বীকার করলেন তিনি।
More Stories
বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রণয় ভার্মা
শান্তিপ্রিয় বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, আমরা একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপ্রিয়, প্রগতিশীল...
শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, শুধুমাত্র পক্ষপাতদুষ্ট ও সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী...
জামায়াতের সঙ্গে আলোচনাকে নিয়মিত বৈঠকের প্রেক্ষাপটে দেখা উচিৎ: ভারত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ বছরের শুরুর দিকে ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের...
বাংলাদেশের সঙ্গে যোগাযোগের একাধিক চ্যানেল খোলা রয়েছে: ভারতের সেনাপ্রধান
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ‘যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের...
ঢাকা-করাচি ফ্লাইটের জন্য আকাশসীমা ব্যবহার করতে দেবে কিনা, জানাল ভারত
দীর্ঘ বিরতির পর আগামী ২৯ জানুয়ারি থেকে আবারও সরাসরি আকাশপথে যুক্ত হচ্ছে ঢাকা ও করাচি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি...
এবার কলকাতা উপ-হাইকমিশনে ভিসা সেবা বন্ধ করেছে বাংলাদেশ
দিল্লি-আগরতলার পর এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া অন্য সব ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।...
