Read Time:2 Minute, 26 Second

দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্কের ধারাবাহিকতায় আসন্ন দুর্গাপূজা উপরক্ষ্যে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে এ উপহারসামগ্রী পশ্চিমবঙ্গে পাঠানো হয়।

আজ সন্ধ্যায় কলকাতায় নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনের উপহাইকমিশনার তৌফিক হাসান উপহারসামগ্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কার্যালয় ‘নবান্ন’তে গিয়ে পৌঁছে দেন বলে জানা গেছে। বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রুবেল জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে পাঠানো উপহারসামগ্রী দুপুর ১২টার দিকে বেনাপোল চেকপোস্ট থেকে নিয়ে তিনি ওপারে পেট্রাপোল চেকপোস্টে পৌঁছে দেন। উপহারসামগ্রী দুটি কার্টনে ছিল বলে জানান তিনি।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিফ প্রটোকল অফিসার আতাউর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারসামগ্রী বেনাপোলে পাঠানো হয়। উপহারসামগ্রী গ্রহণের জন্য পেট্রাপোলে অবস্থান করেন কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রথম সচিবের সহকারী আলম হোসেন।

কলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপহাইকমিশনের ডেপুটি কমিশনার বিএম জামাল হোসেন (পলিটিক্যাল) স্থানীয় সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহারসামগ্রী সন্ধ্যায় কলকাতা পৌঁছানোর পর সেটি মুখ্যমন্ত্রীর দপ্তরে পৌঁছে দেওয়া হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post দাগনভুঞা প্রবাসী ফোরাম মদিনা আল মুনওয়ারা শাখার মতবিনিময় সভা
Next post বিমানের ঢাকা-রোম ফ্লাইটের রেজিস্ট্রেশন শুরু
Close