করোনার কারণে চলতি বছরের ১৩ মার্চ থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয় কুয়েত। করোনার কারণে ফ্লাইট বন্ধ হওয়ার আগে ছুটিতে গিয়ে আটকেপড়া প্রবাসীরা পড়েছেন বিপাকে।
১ আগস্ট সীমিত পরিসরে আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেয় কুয়েত। করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিসর ও নেপালসহ বর্তমানে ৩৪ দেশের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে কুয়েত।
দীর্ঘদিন ছুটিতে দেশে থাকায় হতাশগ্রস্ত আর অর্থকষ্টে মানবেতর জীবনযাপন করছে প্রবাসী পরিবারগুলো। ফ্লাইট চালুর আশার অপেক্ষার প্রহর গুনতে গুনতে অনেকেই হারিয়েছেন চাকরি। আবার অনেকের হারিয়েছে কুয়েতে প্রবেশে বৈধতা আকামার মেয়াদ।
কুয়েতে থেকে ছুটিতে গিয়ে যেসব প্রবাসীর আকামার মেয়াদ রয়েছে তারা উপায় খুঁজছেন নিজ কর্মস্থলে ফিরতে। প্রবেশ নিষিদ্ধ ৩৪ দেশ ব্যতীত অন্য যেকোনো দেশ হয়ে কুয়েত প্রবেশের সুযোগ রয়েছে।
তবে ওই দেশে ১৪ দিন থাকার পর পিসিআর সনদ নিয়ে কুয়েতে প্রবেশ করতে হবে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ ভিসা সহজ হওয়াতে মিসর, ভারত, পাকিস্তানের নাগরিকরা সংযুক্ত আরব আমিরাত হয়ে ১৪ দিন থাকার পর পিসিআর সনদ নিয়ে কুয়েতে প্রবেশ করছেন।
অন্য দেশের নাগরিকরা এক লাখ টাকার মধ্যে কুয়েতে প্রবেশে খরচ হলেও সেক্ষেত্রে বাংলাদেশিদের খরচ হচ্ছে দুই লাখ থেকে তিন লাখ টাকার মতো।
ট্রাভেল এজেন্সিতে কন্ট্রাক করে ঝুঁকি নিয়ে এত টাকা দিয়ে যাদের খুব বেশি জরুরি প্রয়োজন শুধু তারাই আসছেন।
৬ সেপ্টেম্বর চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে দুবাইয়ের ভিজিট ভিসা নিয়ে আসা অনেক প্রবাসীকে যেতে দেয়া হয়নি। যাত্রীরা অভিযোগ করেন, ট্রাভেল এজেন্সিগুলো বেশি টাকা নেয়ার কারণে বিভিন্ন মাধ্যম থেকে দুবাইয়ের ভিসা ও টিকিট নিয়েছেন- কোনো ট্রাভেলস এজেন্সির সঙ্গে কন্ট্রাক করেননি, তাই তাদের যেতে দেয়া হচ্ছে না।
ভিজিট ভিসায় দুবাইয়ে অবস্থানরত এক প্রবাসী বলেন, ভারত, পাকিস্তান, মিসরের নাগরিকরা কম খরচে দুবাই হয়ে কুয়েতে প্রবেশ করছেন কোনো ধরনের হয়রানির শিকার হতে হয় না।
আমাদের বাংলাদেশি প্রবাসীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে একশ্রেণির লোক সিন্ডিকেটের মাধ্যমে টাকা কামানোর নেশায় মেতে উঠে। সিন্ডিকেটের বাহিরে কেউ যেতে চাইলে তাকে বিমানবন্দরে নানা ধরনের হয়রানির শিকার হতে হয়।
দুবাই হয়ে কুয়েতে আসা মোহাম্মদ সেলিম হাওলাদার বলেন, দুবাই হয়ে কুয়েতে আসা আমাদের বাংলাদেশিদের জন্য অন্য দেশের তুলনায় খরচ তুলনামূলক অনেক বেশি এবং যাত্রীদের ঝুঁকি নিতে হয়। দেশ থেকে আসতে পিসিআর সনদ নিতে হয়।
৩৪ দেশ ব্যতীত দুবাই বা অন্য যেকোনো দেশে ১৪ দিন থাকার পর সেই দেশ হতে পিসিআর সনদ নিয়ে ৭২ ঘণ্টার মধ্যে কুয়েতে প্রবেশ করতে হয়।
এক্ষেত্রে কুয়েতে আসতে দুবাইয়ে ভিজিট ভিসার বিভিন্ন দেশের যাত্রীসংখ্যা বেশি হওয়াতে দুবাই থেকে কুয়েতের টিকিটের মূল্য অন্য যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি।
দুবাই-কুয়েত টিকিটের চাহিদা বেশি থাকার কারণে দেখা দিয়েছে টিকিট সংকট। ভিজিট ভিসায় যাত্রীদের যে ঝুঁকি সে বিষয়ে তিনি বলেন, দুবাইয়ে আসার পর যদি সে করোনা পজিটিভ হয় অথবা দুবাই এবং কুয়েত সরকার তাৎক্ষণিক কোনো সিদ্ধান্তের কারণে যদি কুয়েতে প্রবেশ করতে না পারে- এক্ষেত্রে ট্রাভেল এজেন্সি কোনো ধরনের দায়ভার বহন করে না।
এ সময় যাত্রীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। দুবাই থেকে কুয়েতের ফ্লাইট মূল্য বেড়ে হয়েছে সাড়ে ৬শ’ থেকে সাড়ে ৭শ’ দিনার। যেটা স্বাভাবিক মূল্য ছিল ৬০-১২০ দিনার। যার কারণে দুবাই ১৪ দিন থাকার পর পিসিআর সনদ নিয়ে ওমান ও কাতার ট্রানজিট হয়ে কুয়েতে প্রবেশ করছেন।
সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন কুয়েত সফরে এসে কুয়েতের নতুন আমীর শেখ নওয়াব ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশের সঙ্গে কুয়েতে ফ্লাইট চালুর আহ্বান জানান।
More Stories
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় গিয়াস উদ্দিন মিয়া (৪৬) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় তার দুই ছেলে সিয়াম...
৫ বাংলাদেশিসহ ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে মিছিল করার অপরাধে পাঁচ বাংলাদেশিসহ চার শতাধিক বিদেশি শিক্ষার্থীর ‘স্টুডেন্ট ভিসা’ বাতিল করেছে যুক্তরাষ্ট্র।...
লস এঞ্জেলেসে লিটিল বাংলাদেশ কমিউনিটির চাঁদরাত মেলা যেমন ছিল
শামসুল আরিফীন বাবলু রোজা শেষে ঈদ’কে স্বাগত জানাতে লস এঞ্জেলেসে লিটিল বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে চাঁদরাত উপলক্ষ্যে এক ঈদ মেলার আয়োজন...
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে এক মাসে এতো রেমিট্যান্স এসেছে
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক মাসে রেমিট্যান্স এসেছে। গত মার্চ মাসে রেমিট্যান্স এসেছে তিন বিলিয়ন (৩০০ কোটি)...
মিয়ানমারে বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন : রাষ্ট্রদূত
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ...
জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া’র ইফতার
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা ডেস্ক যুক্তরাস্ট্রে বসবাসরত বৃহত্তর সিলেটিদের সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল...