Read Time:1 Minute, 53 Second

সেন্ট পিটার্সবার্গ ওপেন খেলতে গিয়ে স্ত্রীসহ করোনা পজিটিভ হওয়ার পর অনুমতি না নিয়ে রাশিয়া ছাড়ার অভিযোগ উঠেছে মার্কিন টেনিস তারকা স্যাম কোয়েরির বিরুদ্ধে।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, টুর্নামেন্ট শুরু হওয়ার আগে চলতি সপ্তাহে করোনা ধরা পড়ার পর কোয়েরিকে একটি পাঁচতারকা হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের পরামর্শে তাকে কোনো ব্যক্তিগত অ্যাপার্টমেন্টে স্থানান্তরের প্রক্রিয়া চলছিল। এরপর চিকিৎসকেরা তার রুমে গিয়ে নক করলে কোনো সাড়া না পেয়ে আয়োজকদের অবহিত করেন।

পরে টুর্নামেন্ট কর্তৃপক্ষ বিবৃতিতে বলে, ‘১৫ অক্টোবর স্যাম কোয়েরির দ্বিতীয়বার পরীক্ষা করার কথা ছিল। কিন্তু তিনি এটিপির নিয়ম ভেঙে ১৩ অক্টোবর সকাল পৌনে ছয়টায় হোটেল ত্যাগ করেন বলে সিসি ক্যামেরায় দেখা গেছে। অভ্যর্থনা ডেস্কের কাউকে কিছু না বলে তিনি পরিবারসহ হোটেল ছাড়েন।’

কোয়েরি পরে এটিপি প্রতিনিধিদের জানান, ব্যক্তিগত প্লেনে রাশিয়া ছেড়ে যাচ্ছেন।

এটিপি কর্তৃপক্ষ এমন কাণ্ডকে ‘গুরুত্বর নিয়ম লঙ্ঘন’ বলে মন্তব্য করেছে।

সিএনএন কোয়েরির প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেও কোনো মন্তব্য জানতে পারেনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post লিটল বাংলাদেশ,লসএঞ্জেলেসে বাংলাদেশীর অস্বাভাবিক মৃত্যু
Next post ফ্রান্সে নির্মিত হচ্ছে স্থায়ী শহীদ মিনার
Close