যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের অধিকাংশ জরিপ বলছে, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের চেয়ে পিছিয়ে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যে এ ব্যবধান খুব একটা বেশি নয়। এ রাজ্যগুলোর মধ্যে রয়েছে ফ্লোরিডার নামও। শুধু এই কটি রাজ্য ট্রাম্পের দখলে এলেই ট্রাম্পের পুনর্নির্বাচন ঠেকাতে পারবেন না বাইডেন। খবর বিবিসি।
মার্কিন জনগণের সরাসরি ভোটে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন না। প্রেসিডেন্ট নির্বাচিত হন রাজ্যগুলোর ইলেক্ট্রোরাল কলেজ ভোটের মাধ্যমে। অর্থাৎ যে রাজ্যে যে প্রার্থী জয়ী হন ওই রাজ্যের সব ভোট ওই প্রার্থীর পকেটে চলে যায়। ঠিক এ নিয়মের কারণে ২০১৬ সালে সারা দেশে বেশি ভোট পেয়েও পরাজয়ের গ্লানি নিতে হয়েছিল হিলারি ক্লিনটনকে। যদিও ইলেক্ট্রোরাল কলেজ ভোটও নির্ধারণ করা আছে ওই রাজ্যের জনসংখ্যার অনুপাতে। যেমন জনবহুল ক্যালিফোর্নিয়ার ইলেক্ট্রোরাল ভোট রয়েছে ৫৫টি যে খানে হাওয়াইতে রয়েছে মাত্র চারটি। কিন্তু ফ্লোরিডায় রয়েছে ২৯টি। এভাবে যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্য মিলে ইলেক্ট্রোরাল ভোট রয়েছে ৫৩৮টি আর কোনো প্রার্থীকে প্রেসিডেন্ট হতে হলে তাকে ২৭০ ভোট পেতে হয়। গত নির্বাচনে এ ফ্লোরিডায় অল্প ভোটের ব্যবধানে জয়ী হয়ে ইলেক্ট্রোরাল ভোটে হিলারির থেকে এগিয়ে যান ট্রাম্প। এ বছর জরিপে দেখা যাচ্ছে এই রাজ্যটির ৪৮.৮ শতাংশ ভোটার মতামত দিয়েছে বাইডেনের পক্ষে আর ৪৫.১ শতাংশ ভোটার ট্রাম্পের পক্ষে মত দিয়েছেন। এখানে ট্রাম্প পিছিয়ে থাকলেও ব্যবধানটি অল্প। ধারণা করা হচ্ছে, নির্বাচন যত এগিয়ে আসবে ট্রাম্প এ ব্যবধানগুলো টপকে যাবেন। দেখা যাচ্ছে, ফ্লোরিডা ও পেনসেলভানিয়ার মতো গুরুত্বপূর্ণ রাজগুলোতে ভালো ফল করলে অন্য রাজ্যগুলোর হিসাব অনেকটা গৌণ হয়ে যায়। এ বছর ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ফ্লোরিডা সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কয়েকটি রাজ্যের ফলই মূলত গোটা দেশের ফল নিয়ন্ত্রণ করতে পারে।
এ বছর শুরু থেকেই জরিপের ফলে ট্রাম্প পিছিয়ে রয়েছেন। ২০১৬ সালেও একই চিত্র দেখা গেছে। সে সময় হিলারি ক্লিনটন থেকে পিছিয়ে ছিলেন ট্রাম্প। বেশ কিছু নেতিবাচক প্রচারও ট্রাম্পের বিরুদ্ধে ছিল। নির্বাচনের মাত্র এক মাস আগে ট্রাম্পকে নিয়ে নারী কেলেঙ্কারির খবর ফাঁস হয়। এবারও ট্রাম্পের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। করোনা মহামারী থেকে শুরু করে, অভিবাসন, শ্বেতাঙ্গ শ্রেষ্টত্ব, মুসলিম ও কৃষ্ণাঙ্গ বিদ্বেষ এ সবের অন্যতম। এসব ছাপিয়ে ট্রাম্প কি পারবেন হোয়াইট হাউসে আরও চার বছর থেকে যেতে?
More Stories
ওষুধ ও প্রযুক্তিপণ্যে শুল্ক আরোপের ইঙ্গিত ট্রাম্পের, উদ্বেগ বিশ্ববাজারে
জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে যুক্তরাষ্ট্র সরকার ওষুধ ও আধুনিক প্রযুক্তিপণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের উদ্যোগ নিয়েছে। এতে বিশ্ব অর্থনীতিতে...
স্মার্টফোনে নতুন শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প
চীনে তৈরি স্মার্টফোন ও অন্যান্য ইলেকট্রনিকস পণ্য শুল্ক থেকে অব্যাহতি পাবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি...
বাণিজ্য যুদ্ধ শেষ করতে চীনের সঙ্গে চুক্তি করতে চান ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চীনের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধ শেষ করতে চুক্তি করতে আগ্রহী। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এমন...
বন্ধুত্ব টেকেনি মোদির, ভারতের ওপর শতভাগ শুল্ক আরোপ করছেন ট্রাম্প
বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে থাকেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তাঁর বন্ধু। ভারতের ক্ষমতাসীন দল বিজেপিনেতা মোদি, তাঁর নেতাকর্মী...
ট্রাম্প-নীতির তীব্র নিন্দা জানিয়ে যা বললেন হিলারি
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ‘বোকামিপূর্ণ ক্ষমতা’ প্রদর্শন নীতির কঠোর সমালোচনা করেছেন। সম্প্রতি দ্য নিউ ইয়র্ক...
৩০০ শিক্ষার্থীর ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদে অংশ নেওয়ায় প্রায় তিন শতাধিক বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭...