Read Time:3 Minute, 24 Second

ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের মধ্যে দ্বিতীয় বিতর্কটি ভার্চুয়ালি ঘোষণা দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। তবে, বৃহস্পতিবার ট্রাম্প এ ভার্চুয়াল বিতর্কে অংশ নেয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন। খবর-রয়টার্সের।

‘দ্য কমিশন অন প্রেসিডেন্সিয়াল ডিবেটস’ এ বিতর্কের আয়োজন করেছে। এ বিতর্কের জন্য আগামী ১৫ অক্টোবর সময় নির্ধারিত ছিল।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর এটি ভার্চুয়ালি পরিচালনার কথা জানায় আয়োজক কর্তৃপক্ষ।

ফক্স নিউজকে মোবাইলে সাক্ষাতকারে ট্রাম্প বলেন, এটি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।

ট্রাম্প বলেন, যদি তিনি সংক্রামক হন তবে তিনি এই বিতর্কে অংশ নেবেন না, তবে তিনি মনে করেন, এখন প্রচারণা সমাবেশ করতে যথেষ্ট ভালো আছেন।

ডোনাল্ড ট্রাম্পের চিকিৎসকরা অবশ্য বলছেন, গত ২৪ ঘণ্টা ধরে ট্রাম্পের দেহে করোনার কোনো উপসর্গ নেই। তবে দ্য কমিশন অন প্রেসিডেন্সিয়াল ডিবেটস কর্তৃপক্ষ জানিয়েছে, বিরোধী দুই প্রার্থী দূরবর্তী পৃথক পৃথক স্থান থেকে বিতর্কে অংশ নেবেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের শরীরে এখনো করোনাভাইরাস থাকলে তার সঙ্গে দ্বিতীয় বিতর্কে অংশ নেয়ার বিপক্ষে মত দিয়ে বুধবার নিজের অবস্থান ঘোষণা করেছিলেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন।

তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমি মনে করি, তার (ট্রাম্প) যদি এখনো কোভিড থাকে, তাহলে আমাদের মধ্যে বিতর্ক হওয়া উচিত নয়।’

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে একমাত্র বিতর্কে গতরাতে দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর মুখোমুখি বিতর্কে ডেমোক্র্যাট দলীয় কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী মাইক পেন্স তীব্র বাগযুদ্ধে জড়ান।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে তিনটি বিতর্ক হয়। গত ২৯ সেপ্টেম্বর ট্রাম্প ও বাইডেনের মধ্যে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হয়। ট্রাম্পের ভূমিকার কারণে সেই বিতর্ক এরইমধ্যে মার্কিন ইতিহাসের সবথেকে কলঙ্কজনক বিতর্ক আখ্যা পেয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের
Next post বাংলাদেশের ইতিহাসে রিজার্ভের নতুন রেকর্ড
Close