Read Time:2 Minute, 21 Second

বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন জ্যেষ্ঠ আইনজীবী আবু মোহাম্মদ আমিন উদ্দিন (এ এম আমিন উদ্দিন)।

বৃহস্পততিবার রাষ্ট্রপতির সম্মতিক্রমে তাকে নিয়োগ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন।

সংবিধানের ৬৪ (১) অনুচ্ছেদ অনুযায়ী, সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্য কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করবেন। রাষ্ট্রপতির সন্তোষ অনুয়ায়ী সময়সীমা পর্যন্ত অ্যাটর্নি জেনারেল স্বীয় পদে বহাল থাকবেন এবং রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত পারিশ্রমিক লাভ করবেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সেই থেকে পদটি শূণ্য ছিল।

অ্যাডভোকেট মাহবুবে আলমের স্থলাভিষিক্ত কে হচ্ছেন এ নিয়ে গত কয়েকদিন ধরেই আইন অঙ্গনে চলছিল আলোচনা।

উচ্চ আদালতে তিন দশকের বেশি সময় ধরে আইনি পেশায় রয়েছেন অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন। ১৯৮৯ সালের ২৮ অক্টোবর সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। ২০১৯-২০২০ মেয়াদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা এ এম আমিন উদ্দিন ২০২০- ২০২১ মেয়াদেও সমিতির সভাপতি হিসেবে গেল মার্চে পুননির্বাচিত হন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post কুয়েতে পাপুলের বিচার হচ্ছে লোকাল ক্রিমিনাল হিসেবে: পররাষ্ট্রমন্ত্রী
Next post বাংলাদেশ থেকে নিউইয়র্কে এলেই ১৪ দিনের আইসোলেশন
Close