গত ৬ অক্টোবর বিকেল ৫টায় লস এঞ্জেলেসের লিটল বাংলাদেশ মুক্তি চত্বরে রাইটার্স এসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যালিফোর্নিয়া আয়োজিত বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষনের প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সভাপতি কাজী মশহুরুল হুদা।
দল মত নির্বিশেষে সকল স্তরের কমিউনিটির সচেতন মানুষ এতে অংশ নেন। উপস্থিত প্রবাসী বাংলাদেশীরা তাদের বক্তব্যে এই সকল নারী নির্যাতন, সহিংসতা ও ধর্ষনের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেন এবং দাবি করেন যে- অতিদ্রুত সকল ঘটনার বিচার করা হোক।
এধরণের ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না হয় তার জন্য কার্যকরী আইন প্রনয়ণ ও বাস্তবায়নে দ্রুত ভূমিকা রাখার দাবিও জানান উপস্থিত কমিউনিটির নেতৃবৃন্দ।
মানববন্ধনে বিভিন্ন শ্লোগানে ধর্ষনকারীদের মৃত্যুদণ্ড প্রদান করার দাবি জানানো হয়।
এ সময় প্রবাসী নারীরা তাদের উদ্বিগ্নতা ও ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রীর কাছে দেশের নৈতিকতার অবক্ষয় থেকে পরিত্রাণের উপায় বের করার আহ্বান জানান।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কমিউনিটির এক্টিভিস্ট মমিনুল হক বাচ্চু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি ও কমিউনিটি নেতা সোহেল রহমান বাদল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ফিরোজ আলম, ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম, ক্যালিফোর্নিয়া বিএনপির প্রাক্তন সভাপতি আবুল বাসেত, ক্যালিফোর্নিয়া বিএনপির সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান, ওমেন্স অরগানাইজেশন এর সভাপতি ড্যানী তৈয়ব, জেবু জেনুন্নেসা, আইনজীবী ছাব্বির আহম্মেদ, মোহম্মদ শাহদাৎ হোসেন, মুনা অব সাউর্দান ক্যালিফোর্নিয়ার সভাপতি আবুল মান্নান, ফয়সাল আহম্মেদ তুহিন, আফজাল শিকদার, শাহদাৎ শাহিন, ফারুক হাওলাদার প্রমূখ।
অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন রাইটার্স এসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যালিফোর্নিয়ার প্রতিষ্ঠাতা মুকতাদির চৌধুরী তরুণ, যুগ্ম সাধারণ সম্পাদক লস্কর আল মামুন ও এক্সিকিউটিভ সদস্যা মাহমুদা খাতুন মুন্নি।
উল্লেখ্য, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে বিবস্ত্র করে শ্লীলতাহানি ও নির্যাতন করেছে কয়েকজন দুর্বৃত্ত। সম্প্রতি উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। রবিবার (৪ অক্টোবর) বিষয়টি প্রকাশ্যে আসে।
জানা গেছে, ২০-২৫ দিন আগে স্থানীয় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার, বাদল, কালাম ও আবদুর রহিমসহ পাঁচজন যুবক ওই গৃহবধূকে নির্যাতন করে। এ ঘটনায় আবদুর রহিমকে আটক করেছে বেগমগঞ্জ থানা পুলিশ।
জানা গেছে, ওই গৃহবধূকে বিবস্ত্র করে তাকে মারধর করে অভিযুক্তরা। এসময় গৃহবধূ চিৎকার করলেও বন্ধ হয়নি নির্যাতন।
অপরদিকে, অপরদিকে, সম্প্রতি এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক গৃহবধূ (২০)। ঘটনার দিন রাত সাড়ে ৮টার দিকে এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে ওই তরুণীকে ধর্ষণ করে ছাত্রলীগ নেতাকর্মীরা। ঐ দম্পতি এমসি কলেজের প্রধান ফটকের কাছে গাড়ী রেখে দোকানে গিয়েছিলেন কিছু কিনতে। এ সময় ছাত্রলীগের ক্যাডাররা তার স্ত্রীর সাথে অশালীন আচরণ করে। স্বামী ফিরে এসে প্রতিবাদ করলে তারা এ দম্পতির উপর চড়াও হয়। এক পর্যায়ে তারেক নামের এক ক্যাডার ড্রাইভিং সিটে এবং আরো কয়েকজন গাড়িতে উঠে বসে। ঐ দম্পতিকে নিয়ে এমসি কলেজ ছাত্রাবাসের দিকে ছুটে যায়। এ সময় স্বামীর নিকট তারা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে তার মানিব্যাগ থেকে ২ হাজার টাকা ও স্ত্রীর স্বর্ণের কানের দুল ও গলার হার ছিনিয়ে নেয়। পরে ছাত্রাবাসে নিয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ করে। পরে বাবলা নামের এক ছাত্রলীগ নেতা ও পুলিশের সহযোগিতায় ঐ গৃহবধূকে ওসমানী হাসপাতালের ওসিসি’তে পাঠানো হয়। এ সময় পুলিশ অভিযান চালিয়ে সাইফুরের দখলে থাকা ৫ম ব্লকের ছাত্রাবাস তত্ত্বাবধায়কের নির্জন বাস ভবন থেকে আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন ধরণের দেশী অস্ত্র উদ্ধার করে।
More Stories
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় গিয়াস উদ্দিন মিয়া (৪৬) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় তার দুই ছেলে সিয়াম...
৫ বাংলাদেশিসহ ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে মিছিল করার অপরাধে পাঁচ বাংলাদেশিসহ চার শতাধিক বিদেশি শিক্ষার্থীর ‘স্টুডেন্ট ভিসা’ বাতিল করেছে যুক্তরাষ্ট্র।...
লস এঞ্জেলেসে লিটিল বাংলাদেশ কমিউনিটির চাঁদরাত মেলা যেমন ছিল
শামসুল আরিফীন বাবলু রোজা শেষে ঈদ’কে স্বাগত জানাতে লস এঞ্জেলেসে লিটিল বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে চাঁদরাত উপলক্ষ্যে এক ঈদ মেলার আয়োজন...
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে এক মাসে এতো রেমিট্যান্স এসেছে
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক মাসে রেমিট্যান্স এসেছে। গত মার্চ মাসে রেমিট্যান্স এসেছে তিন বিলিয়ন (৩০০ কোটি)...
মিয়ানমারে বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন : রাষ্ট্রদূত
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ...
জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া’র ইফতার
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা ডেস্ক যুক্তরাস্ট্রে বসবাসরত বৃহত্তর সিলেটিদের সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল...