করোনাভাইরাস মহামারির কারণে বাংলাদেশে এসে আটকেপড়া কুয়েত প্রবাসীদের অনলাইন নিবন্ধন শুরু করেছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস।
রোববার (২০ সেপ্টেম্বর) কুয়েতের বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
দূতাবাস জানায়, এ পরিস্থিতিতে কুয়েতে বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সহায়তা দেওয়ার লক্ষ্যে পদক্ষেপ নিয়েছে। এই নিবন্ধনের উদ্দেশ্য হলো ছুটিতে গিয়ে বাংলাদেশে আটকেপড়া কুয়েত প্রবাসীদের একটি তালিকা তৈরি করা।
দূতাবাস জানায়, কুয়েত প্রবাসী বাংলাদেশি, যারা ছুটিতে বাংলাদেশে গিয়ে চলমান করোনা পরিস্থিতির কারণে বিমান চলাচল বন্ধ থাকায় নির্ধারিত সময়ে নিজ নিজ কর্মস্থলে ফিরতে পারছেন না, তাদের তালিকা তৈরির জন্য বাংলাদেশ দূতাবাস, কুয়েত অনলাইন নিবন্ধন পদ্ধতি চালু করেছে। বাংলাদেশে আটকেপড়া সব কুয়েত প্রবাসীকে দূতাবাসের ওয়েবসাইটের নিবন্ধন লিংকে প্রবেশ করে নির্ধারিত ফরম পূরণ করার জন্যে অনুরোধে করা হচ্ছে।
দূতাবাস সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত কুয়েতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশসহ ৩২ নিষেধাজ্ঞাকৃত দেশের নাগরিক ছুটিতে গিয়ে আটকেপড়া প্রবাসীদের নিজ নিজ কর্মস্থলে ফিরিয়ে আনার বিষয়ে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ বা পদক্ষেপ নেয়নি।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটকেপড়া প্রবাসী বাংলাদেশিদের নিজ নিজ কর্মস্থলে ফিরিয়ে আনার জন্যে দূতাবাস সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিবন্ধন সংক্রান্ত সব প্রকার হালনাগাদ তথ্যের জন্যে আটকেপড়া সব বাংলাদেশিদের দূতাবাসের ওয়েবসাইট ও ফেসবুক পেজ নিয়মিত অনুসরণ করার জন্যে অনুরোধ করা হচ্ছে। বাংলাদেশ দূতাবাস কুয়েতের ওয়েবসাইট হচ্ছে- http://bdembassykuwait.org/database/।
এদিকে, কুয়েতের আকামা বিষয়ক মন্ত্রণালয়ের তথ্যমতে, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়া কুয়েত প্রবাসীদের সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৮৭১। এর মধ্যে কুয়েতের বাইরে থাকা বা ছুটিতে দেশে গিয়ে আটকাপড়া শুধু প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা প্রায় ২৫ হাজার।
More Stories
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় গিয়াস উদ্দিন মিয়া (৪৬) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় তার দুই ছেলে সিয়াম...
৫ বাংলাদেশিসহ ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে মিছিল করার অপরাধে পাঁচ বাংলাদেশিসহ চার শতাধিক বিদেশি শিক্ষার্থীর ‘স্টুডেন্ট ভিসা’ বাতিল করেছে যুক্তরাষ্ট্র।...
লস এঞ্জেলেসে লিটিল বাংলাদেশ কমিউনিটির চাঁদরাত মেলা যেমন ছিল
শামসুল আরিফীন বাবলু রোজা শেষে ঈদ’কে স্বাগত জানাতে লস এঞ্জেলেসে লিটিল বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে চাঁদরাত উপলক্ষ্যে এক ঈদ মেলার আয়োজন...
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে এক মাসে এতো রেমিট্যান্স এসেছে
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক মাসে রেমিট্যান্স এসেছে। গত মার্চ মাসে রেমিট্যান্স এসেছে তিন বিলিয়ন (৩০০ কোটি)...
মিয়ানমারে বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন : রাষ্ট্রদূত
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ...
জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া’র ইফতার
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা ডেস্ক যুক্তরাস্ট্রে বসবাসরত বৃহত্তর সিলেটিদের সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল...