গত ১৬ সেপ্টেম্বর (বুধবার) ২০২০, রাত ৮টায় লস এঞ্জেলেসে বাংলাদেশ আমেরিকান ডেমক্রেটিক পার্টি অব ক্যালিফোর্নিয়ার নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে (দেশী রেস্টুরেন্টে)।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি কাজী মশহুরুল হুদা এবং সভাপতিত্ব করেন মোহম্মদ শামীম হোসেন। নির্বাচনী প্রস্তুতি সভার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশী আমেরিকান ফর বাইডেন প্রচারণা এবং কিভাবে কমিউনিটির সকল ভোটারের কাছে বাইডেনকে ভোট দেওয়ার আহ্বান করা যায়। উপস্থিত নেতৃবৃন্দ বাইডেনের প্রতি সমর্থন জানিয়ে সম্মিলিত ভাবে একযোগে বাকী দিনগুলো ব্যাপক প্রচারণা ও ভোট দানে উদ্ভুদ্ধ করার পরিকল্পনা করে। প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতা থেকে অপসারণ না করতে পারলে ইমিগ্রেশনের দ্বারা কমিউনিটির মানুষ ক্ষতিগ্রস্থ হবে বলে উল্লেখ করেন। নাগরিকত্বের ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর নাগরিকত্বে ফেলে দেওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেন তারা।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, আইনজীবি সাব্বির আহমেদ, সোহেল রহমান বাদল, রানা মাহমুদ, জেবা জেবুন্নেসা, লস্বর আল মামুন, ডা: রবি আলম, আইডান আমির, মামিনুল হক বাচ্চু, হাবিবুর রহমান ভূঁইয়া, নাজমুল চৌধুরী, ফিরোজ আলম, টি জাহান কাজল, তৌফিক সোলায়মান তুহিন, জহির আহম্মেদ পান্না, সামসুর চৌধুরী পনির।
অনুষ্ঠানের শুরুতে আমেরিকার জাতীয় সঙ্গীত বাজানো হয়।
এ ছাড়াও উপস্থিত ছিলেন- আলী আহমেদ ফারিস, আজিজ মোহাম্মদ হাই, সোহেল ইসলাম ও ফয়েজ আহমেদ, প্রমুখ।
পরিশেষে সভাপতি বলেন, যারা ভোটকেন্দ্রে বা ডাকযোগে পাঠাতে চান তারা ব্যালট ফর্ম পূরণ করে আমাদের অস্থায়ী কার্যালয়ে দিয়ে গেলে আমরা আপনাদের ব্যালট ভোটকেন্দ্রে পৌছানোর ব্যাবস্থা করব।
তিনি আরও বলেন, এবারের নির্বাচন অত্যান্ত গুরুত্বপূর্ণ। কোন ভোট যেন অবহেলায় নষ্ট না হয়।
সভায় সকলে সিদ্ধান্ত নেন যে, অচিরেই ব্যাপক আয়োজনে কমিউনিটির মধ্যে ব্যাপক সাড়া দেওয়ার জন্য মেজবানীর আয়োজন করা হবে। বিশাল জনসভার আয়োজন করা হবে। যা পরিবর্তিতে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
More Stories
পাঁচ দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। দেশ পাঁচটি হলো- থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া।...
আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ-২৯) যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর)...
বাংলাদেশিসহ ৮ অভিবাসীকে এবার আলবেনিয়ায় পাঠালো ইতালি
নৌবাহিনীর একটি জাহাজে করে অনিয়মিত অভিবাসীদের দ্বিতীয় একটি দলকে আলবেনিয়া পাঠিয়েছে ইতালি। দলটিতে বাংলাদেশ ও মিশরীয় আট অভিবাসী রয়েছেন। শুক্রবার...
ক্যালিফোর্নিয়া বিএনপি’র উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
ক্যালিফোর্নিয়ায় জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষে স্হানীয় ক্যালিফোর্নিয়া...
সুইজারল্যান্ডে আ. লীগ কর্মীদের হাতে হেনস্তার শিকার আসিফ নজরুল
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডে আওয়ামী লীগের কর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন। সামাজিক...
শেখ হাসিনার বিরুদ্ধে এবার আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা
ছাত্রজনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই আওয়ামী লীগ সভাপতিসহ তার...