বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের বাইরে লন্ডনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের আয়োজক ইউনাইটেড ফুটবল ক্লাব। টুর্নামেন্টে নটআউট নিয়মে ১০টি ক্লাব অংশ নেয়।
৬ সেপ্টেম্বর রবিবার পূর্ব লন্ডনের বেথনালগ্রীনস্থ উইভার্স ফিল্ড মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় স্টেপনি এফসি কে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে জয় ফুটবল ক্লাব।
খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত হন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড ফুটবল ক্লাবের সভাপতি বাবুল খান। সাধারণ সম্পাদক এম এ সালাম পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের অধিনায়ক জামাল খান, ম্যানেজার আব্দুল হেলাল চৌধুরী সেলিম।
ভার্চুয়াল আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল, যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ।
মাঠে পুরস্কার বিতরণ করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার সিরাজুল হক, বাংলাদেশ হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি এ এস এম জাহিদুল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন কাউন্সিলার ফারুক মাহফুজ আহমদ, তাকে সহযোগিতা করেন আব্দুল বাছির ও আব্দুল সালাম।
এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান, যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রবাস বিষয়ক সম্পাদক আনসারুল হক, উপপ্রচার সম্পাদক লুতফুর রহমান সায়াদ, লন্ডন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ, লন্ডন মহান নগর আওয়ামী লীগের সহ সভাপতি শফিক আহমদ, যুগ্ম সম্পাদক সৈয়দ সাদেক, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছায়েদ আহমদ ছাদ, যুক্তরাজ্য ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, তাঁতী লীগ এর যুগ্ম আহবায়ক সিজিল মিয়া, লন্ডন মহানগর যুবলীগের সভাপতি তারেক আহমদ, সহ সভাপতি জুবায়ের সিদ্দিকী সেলিম, সাধারণ সম্পাদক ফয়সল হোসেন সুমন, সাবেক কাউন্সিলার শহীদ আলী, আহমদ ফখর কামাল।
এসময় আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড ক্লাবের সহ অধিনায়ক সৈয়দ জামিল, আমিনুল হক জিলু, আব্দুল বাছির, সৈয়দ তারেক মইনুল হক, সোহেল আহমদ, আব্দুল লতিফ, আঙ্গুর আলী, তাহের কামালী, কামরুল ইসলাম, আসাদ উদ্দিন, সুলতান মাহমুদ, আব্দুল আহাদ, আল আমিন, রুবেল আহমদ, রাসেল আহমদ।
খেলায় অংশ গ্রহণকারী দলগুলো হচ্ছে ইউনাইটেড ফুটবল ক্লাব, কিউবিট টাউন ফুটবল ক্লাব, টিম নিসচা, বিয়ানীবাজার ফ্রেন্ডস ফুটবল ক্লাব, জয় এফসি ইউকে, গোল্ডেন লায়ন, ফ্রেন্ডস ইউনাইটেড ফুটবল ক্লাব, স্টেপনী গ্রীন ফ্রেন্ডস ক্লাব।
টুর্নামেন্ট সফল করায় সকলের প্রতি কতৃজ্ঞতা জানিয়েছে ইউনাইটেড ফুটবল ক্লাব।
More Stories
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় গিয়াস উদ্দিন মিয়া (৪৬) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় তার দুই ছেলে সিয়াম...
৫ বাংলাদেশিসহ ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে মিছিল করার অপরাধে পাঁচ বাংলাদেশিসহ চার শতাধিক বিদেশি শিক্ষার্থীর ‘স্টুডেন্ট ভিসা’ বাতিল করেছে যুক্তরাষ্ট্র।...
লস এঞ্জেলেসে লিটিল বাংলাদেশ কমিউনিটির চাঁদরাত মেলা যেমন ছিল
শামসুল আরিফীন বাবলু রোজা শেষে ঈদ’কে স্বাগত জানাতে লস এঞ্জেলেসে লিটিল বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে চাঁদরাত উপলক্ষ্যে এক ঈদ মেলার আয়োজন...
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে এক মাসে এতো রেমিট্যান্স এসেছে
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক মাসে রেমিট্যান্স এসেছে। গত মার্চ মাসে রেমিট্যান্স এসেছে তিন বিলিয়ন (৩০০ কোটি)...
মিয়ানমারে বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন : রাষ্ট্রদূত
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ...
জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া’র ইফতার
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা ডেস্ক যুক্তরাস্ট্রে বসবাসরত বৃহত্তর সিলেটিদের সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল...