Read Time:3 Minute, 17 Second

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের কনিষ্ট কন্যা বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ৬৬তম জন্মদিন পালন করলো ক্যালিফোর্নিয়া স্টেট যুবলীগ।
১৯৫৫ সালের ১৩ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জম্মগ্রহণ করেন শেখ রেহানা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা সপরিবারে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করে। সে সময় শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার কর্মস্থল জার্মানিতে বড় বোনের সঙ্গে ছিলেন শেখ রেহানা। পরবর্তীতে ভারতে রাজনৈতিক আশ্রয় নেন দুই বোন। শেখ রেহানা পরে পরিবার নিয়ে লন্ডনে বসবাস শুরু করেন। অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিক ও শেখ রেহানা দম্পতির তিন ছেলেমেয়ে। তাদের বড় মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির একজন এমপি।
শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন কিন্তু শেখ রেহানা সরাসরি রাজনীতিতে যুক্ত না হয়ে বড় বোন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সার্বিক্ষনিক সহযোগিতা করে যাচ্ছেন। শেখ রেহানা আওয়ামী লীগ মহলে ‘ছোট আপা’ হিসেবে পরিচিত।
ক্যালিফোর্নিয়া স্টেট যুবলীগ আয়োজিত জন্মদিনের অনুষ্ঠান পালন করা হয় কেক কাটার মধ্য দিয়ে। এতে উপস্থিত ছিলেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ ও লস এঞ্জেলেস মহানগর আওয়ামীলীগ নেত্রীবৃন্দ। এদের মধ্যে স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. রবি আলম, সাংগাঠনিক সম্পাদক- টি জাহান কাজল, আলী আহম্মেদ ফারিস, সিনিয়র সহ-সভাপতি শামীম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার আহম্মেদ, উপদেষ্টা ফিরোজ আলম, সোহেল রহমান বাদল, আব্দুল গনি, মোস্তফা জামান, পনির চৌধুরী, অসিতি বড়ুয়া, মহানগর আওয়ামী লীগের মাহাতাব উদ্দিন টীপু প্রমুখ উপস্থিত ছিলেন।
যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ মোহাম্মদ হাই এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুবলীগ সাধারণ সম্পাদক সোহেল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক নাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আফরোজ আলম, সহ-সভাপতি ফয়েজ উদ্দিন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post খাওয়ার টাকাও নেই লেবানন প্রবাসীদের
Next post মিথ্যাচার বিএনপির নিজস্ব রাজনৈতিক সংস্কৃতি : ওবায়দুল কাদের
Close