Read Time:1 Minute, 58 Second

ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। এই অঙ্গরাজ্যটির অগ্নি নির্বাপক বিভাগ জানিয়েছে, দাবানলে পুড়েছে ২০ লাখ একর বনভূমি। এছাড়া এখন পর্যন্ত দাবানলে মারা গেছে ৭ জন। বাসস্থান ছাড়া হয়েছেন অনেকে।

সোমবার দাবানলের ভয়াবহতায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আটটি জঙ্গল বন্ধ করে দিয়েছে দেশটির ফরেস্ট সার্ভিস। সান ফ্রানসিসকো বে এলাকায় ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল চলছে।

গত মাসের মাঝামাঝিতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলের কয়েকশোটি জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে দাবানল। ফলে রাজ্যটিতে জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ইতিমধ্যে ধ্বংস হয়েছে প্রায় ৩ হাজার ৮০০ স্থাপনা। সোমবারও আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলেন ১৪ হাজার ১০০ অগ্নি নির্বাপককর্মী। শুষ্ক বাতাসের কারণে সামনের দিনগুলোতে দাবানল আরও ভয়াবহ হতে পারে আশঙ্কা করা হচ্ছে।

ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি নির্বাপক বিভাগের মুখপাত্র লিন টোলমাকোফ বলেন, ‘গত ৩৩ বছরের ইতিহাসে এক বছরের মধ্যে ২০ লাখ একর ভূমি পুড়েছে এমনটা আমরা দেখিনি। এটা নিশ্চিতভাবে রেকর্ডভাঙা নজির। এখনও দাবানলের মৌসুম শেষ হয়নি।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post সৌদি বিমান হামলায় ইয়েমেনের ৩৫০০ শিশু নিহত
Next post এবার অটিস্টিক কিশোরকে গুলি করল মার্কিন পুলিশ
Close