Read Time:2 Minute, 39 Second

করোনাভাইরাসের কারণে অনেকটা বিপর্যস্ত ইতালি। একটু কমে আবার বাড়তে শুরু করেছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। এরই মধ্যে অনুষ্ঠিত হবে ইতালির ভেনিস সিটি কর্পোরেশন নির্বাচন।

এ বছর নির্বাচনে ভেনিসে লড়ছে তিন বাংলাদেশি। চলতি মাসের ২০/২১ তারিখে ভোট গ্রহণ হবে। এবারের নির্বাচনে ক্ষমতাসীন বামপন্থি দলের জোট পার্তিত ডেমোক্রেটিক (পি ডি) হতে ভেনিসের মেসরে কমুনে হতে ওয়ার্ড কাউন্সিল হিসেবে কিশোরগঞ্জ জেলার আফাই আলী ও মারঘেরা কমুনে হতে শরীয়তপুর জেলার হুমায়ুন আব্দুল (কাজী বিপ্লব) মনোনয়ন নিয়ে প্রচারণায় নেমেছেন।

অপরদিকে ভেনেচ্ছিয়া এ তুয়া দল হতে মনোনয়ন নিয়ে ভেনিস কমুনের কাউন্সিলর হিসেবে কুমিল্লা জেলার মনোয়ার ক্লার্ক প্রার্থী হয়েছেন। ২০১৫ সালে ভেনিস সিটি কর্পোরেশন নির্বাচনে প্রথম বাংলাদেশি হিসেবে কাউন্সিলর পদে সৈয়দ কামরুল সারোয়ার নির্বাচন করলেও এ বছর একই পদে ২য় বাংলাদেশি হিসেবে নির্বাচনে প্রার্থী হয়েছেন।
জয়ের আশা নিয়ে ভোটার কাছে ভোট চাইছেন প্রার্থীরা, করছেন নিজেদের পক্ষে লিফলেট বিতরণ। প্রতিশ্রুতি দিচ্ছেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটিসহ ভেনিসের উন্নয়নের। অপরদিকে জোটের মেয়র ও কাউন্সিল ও ওয়ার্ড কাউন্সিলরসহ পিডি পার্টির সকল প্রার্থীদের জয়যুক্ত করতে ভোটারদের প্রতি ভোট প্রদানের আহ্বান জানিয়েছেন ভেনিসের সংসদ সদস্য নিকোলা পেল্লিকানি।

এ নির্বাচনে প্রবাসী বাংলাদেশি প্রার্থীরা জয়ী হলে প্রবাসী বাংলাদেশিদের অধিকার আদায়ের পথ সুগম হবে এবং বিভিন্ন পেশা বা প্রশাসনিক কর্মকাণ্ডে বাংলাদেশিদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে বলে ভেনিসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ মনে করেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও দুটি পাজেরো গাড়ি চালিয়েছেন ১০ বছর
Next post নারায়ণগঞ্জের ঘটনা কেন ঘটল সে বিষয়ে তদন্ত চলছে : প্রধানমন্ত্রী
Close