নভেল করোনাভাইরাসের টিকা তৈরি এবং সেটি সরবরাহ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে যে পদক্ষেপ নেয়া হচ্ছে, তার সঙ্গে না থাকার কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
পৃথিবীর দেড় শতাধিক দেশ টিকার লড়াইয়ে ‘জয়ী হতে’ ভ্যাকসিনস গ্লোবাল অ্যাকসেস ফ্যাসিলিটি বা কোভ্যাক্সের উদ্যোগ গ্রহণ করছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বের যেসব দেশ ভ্যাকসিন প্রস্তুতকারক কোম্পানিগুলোর সঙ্গে আলাদা চুক্তি করছে তারাও কোভ্যাক্স থেকে অনেক সুবিধা পাবে। কারণ দ্বিপাক্ষিক চুক্তি কোনো কারণে ব্যর্থ হলে তখন এই উদ্যোগ থেকে ব্যাকআপ হিসেবে ভ্যাকসিন পাওয়া যাবে।
কিন্তু যুক্তরাষ্ট্র বলছে তারা এসবের ভেতরে নেই। বরং আন্তর্জাতিকভাবে তারা পার্টনার জোগাড় করে ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।
হোয়াইট হাউজের মুখপাত্র জাড ডিয়ার মঙ্গলবার বলেন, ‘ভাইরাসের পরাজয় নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক পার্টনারদের সঙ্গে জড়িত থাকবে। কিন্তু আমরা দুর্নীতিগ্রস্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং চীন প্রভাবিত বহুপক্ষীয় কোনো সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত হব না।’
পৃথিবীতে বেশ কয়েকটি ভ্যাকসিন চূড়ান্ত ধাপের ট্রায়ালে থাকলেও কোনোটির বৈশ্বিক অনুমোদন এখনো হয়নি।
রাশিয়া ইতিমধ্যে নিজেদের দেশে জাতীয়ভাবে একটি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। চীনও একইভাবে একটি ভ্যাকসিনের ব্যবহার শুরু করেছে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, তৃতীয় বা চূড়ান্ত ধাপের ট্রায়াল শেষ হওয়ার আগে অক্টোবরে তারাও ভ্যাকসিনের অনুমোদন দিতে পারে।
More Stories
বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে কাজ করবে ভারতীয় আমেরিকানরা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালাবে ভারতীয় আমেরিকানরা। বাংলাদেশের বিরুদ্ধে পদক্ষেপ নিতে...
দায়িত্ব নেয়ার পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। শুক্রবার...
হোয়াইট হাউসে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প
চার বছর পর যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক নাটকীয় প্রত্যাবর্তনে ডোনাল্ড ট্রাম্প আবারও প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প...
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ট্রাম্প ২১০, কমলা ১১৩
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা চলছে। ইতিমধ্যে কয়েকটি অঙ্গরাজ্যে কে জয় পেতে যাচ্ছেন, এমন পূর্বাভাসও আসছে বিভিন্ন গণমাধ্যমের খবরে। অ্যাসোসিয়েটেড...
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ফ্লোরিডায় ট্রাম্প এবং ম্যাসাচুসেটসে জয়ী কমালা হ্যারিস
ফ্লোরিডায় ট্রাম্প এবং ম্যাসাচুসেটসে জয়ী কমালা হ্যারিস মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের পর ধীরে ধীরে ফলাফল আসতে শুরু করছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো...
রাশিয়ার বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ মার্কিন গোয়েন্দাদের
রাশিয়াসহ ‘প্রতিপক্ষ’ দেশগুলো বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ চেষ্টার অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের দাবি, তারা নির্বাচন নিয়ে জনগণের আস্থা...